প্রথম উইকেট হারানোর পর রানের গতি কমে এসেছিল ভারতের। সেখান থেকে রোহিত শর্মা-বিরাট কোহলি জুটি মিলে রানের গতি বাড়ানোর চেষ্টা করছিলেন। কিন্তু সাকিব এসেই দুজনকে আউট করে ফেরালেন। তাতে এক সাকিবের সামনেই পরাস্ত হতে হলো ভারতের টপ-অর্ডারের।
আজ রোববার বেলা ১২টায় ভারত-বাংলাদেশ সিরিজের প্রথম ওয়ানডে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে। ম্যাচটিতে টস জিতে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন।
প্রথম বল হাতে আসেন পেসার মুস্তাফিজুর রহমান। ভারতের ওপেনার রোহিত শর্মা-শিখর ধাওয়ানকে সে ওভারে মাত্র ১ রান দেন মুস্তাফিজ। দ্বিতীয় ওভারে হাসান মাহমুদ দেন ৫ রান। প্রথম উইকেটের দেখা মিলে ৬ষ্ঠ ওভারে। মিরাজের ঘূর্ণিতে পরাস্ত হয়ে ১৭ বলে ৭ রান করে ফেরেন ধাওয়ান।
এরপরে রোহিত-বিরাট মিলে গড়েন ২৫ রানের জুটি। তাদের দুজনকেই ফেরান অলরাউন্ডার সাকিব আল হাসান। নিজের প্রথম এবং দলের ১১তম ওভারে এসেই মাত্র ১ রান দিয়ে দুই উইকেট তুলে নেন সাকিব। ১০.২ ওভারে ২৭ রানে ব্যাট করা রোহিতকে বোল্ড করেন সাকিব। দুর্বল পরেই লিটনের হাতে ক্যাচ দিয়ে ১৫ বলে ৯ রানে ব্যাট করা বিরাট কোহলি ফিরলে চাপে পড়ে ভারত।
এই রিপোর্ট লেখার আগে শ্রেয়াস আয়ার এবং রাহুল মিলে করেছেন ২২ রানের জুটি। ভারতের সংগ্রহ ১৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮০ রান।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply