স্পোর্টস ডেস্ক :
চোটের কারণে কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ব্রাজিলের গাব্রিয়েল ফারনান্দো ডি জেসুস।
গতকাল শুক্রবার রাতে ক্যামেরুনের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জেসুস।
ক্যামেরুনের বিপক্ষের ম্যাচে পাওয়া চোটে অন্তত তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই আর্সেনাল তারকাকে। গতবার রাশিয়া বিশ্বকাপে কোনো গোল না পাওয়া জেসুস এবার কাতার বিশ্বকাপেও গোলের দেখা পাননি।
বিশ্বকাপ শুরুর পর থেকেই ইনজুরি যেন পিছু ছাড়ছে না ব্রাজিলের। হেক্সা মিশনে কাতারে খেলতে নামা নেইমার ছিটকে গেছেন প্রথম ম্যাচেই। কিছুটা উন্নতি করলেও নকআউট পর্বে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে তাকে পাওয়া নিয়ে আছে অনিশ্চয়তা। এছাড়া ইনজুরির সঙ্গে লড়াই করছেন অ্যালেক্স টেলেস, দানিলো ও সান্দ্রো।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply