জাত চেনালেন স্ট্রাইকার ভিনসেন্ট আবু বকর। তবে শিরোনাম হয়েছেন ভিন্ন কারণে। ব্রাজিলের বিপক্ষে গোল করে সেটি উদযাপন করতে গিয়েই বাধিয়েছেন বিপত্তি। সে সময়ে তিনি নিজের শরীর থেকে জার্সি খুলে ফেলেন। এ কারণে খেতে হয় হলুদ কার্ড, আর আগে আরেকটি হলুদ কার্ড থাকায় খেতে হয় লাল কার্ড।
শুক্রবার দিবাগত রাত ১টায় কাতারের লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ব্রাজিল-ক্যামেরুন। খেলার দ্বিতীয়ার্ধে একমাত্র জয়সূচক গোলটি পায় ক্যামেরুন। সেটি করেছিলেন আবু বকর। ৯২ মিনিটে ক্যামেরুন স্ট্রাইকার গোলটি করে জার্সি খুলে উদযাপন করেন।
এতে লাল কার্ড দেন যুক্তরাষ্ট্রের রেফারি ইসমাইল এলফাত। তবে জার্সি খোলার জন্য সরাসরি লাল কার্ড পাননি আবু বকর। ৮১ মিনিটে প্রথম হলুদ কার্ড খেয়েছিলেন তিনি। জার্সি খুলে গোল উদযাপন করায় দেওয়া হয়েছিল দ্বিতীয় হলুদ কার্ড। ফলে দ্বিতীয় হলুদ কার্ডটিই পরিণত হয় লাল কার্ডে।
অবশ্য মাঠ ছাড়ার আগে কাজের কাজটি করে যান তিনি। তাতে ক্যামেরুনের বিপক্ষে ১-০ গোলে হেরে তিক্ত অভিজ্ঞতা নিয়ে নক আউট পর্বে উঠলো ব্রাজিল। ২০১০ সালে দিদিয়ের দ্রগবা এবং ২০১৪ সালে ক্যামেরুনের হয়ে জোয়েল মাতিপের পর আবু বকরই তৃতীয় আফ্রিকান খেলোয়াড় যিনি বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে গোল করলেন।
প্রসঙ্গত, এর আগে কাতার বিশ্বকাপ দেখেছে আরও দুটি লাল কার্ডের ঘটনা। প্রথম লাল কার্ড পেয়েছিলেন ওয়েলসের গোলরক্ষক ওয়েন হেনেসি। গত ২৫ নভেম্বর ইরানের বিপক্ষের ম্যাচটিতে হেনেসিকে লাল কার্ড দিয়েছিলেন গুয়াতেমালার রেফারি মারিও। দ্বিতীয় লাল কার্ড পেয়েছিলেন দক্ষিণ কোরিয়ার কোচ পাওলো বেন্টো। গত ২৮ নভেম্বর ঘানার বিপক্ষে খেলা শেষে ইংল্যান্ড বংশোদ্ভূত রেফারি অ্যান্টনি টেলোর সঙ্গে তর্কে জড়িয়েছিলেন বেন্টো। তাতে লাল কার্ড পেয়েছিলেন তিনি।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply