স্পোর্টস ডেস্ক :
একমাত্র ফুটবলার হিসেবে তিন বিশ্বকাপ জেতা পেলের সুস্বাস্থ্য কামনায় গত বৃহস্পতিবার দলের পক্ষ থেকে একটি বিবৃতি দেন ব্রাজিলের কোচ তিতে। বিশ্বকাপের ব্যস্ততায় থাকার পরও দলের থেকে এমন বার্তা পেয়ে খুব খুশি পেলে।
গতকাল বৃহস্পতিবার একটি ছবি পোস্ট করে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন পেলে। ছবিতে দেখা যাচ্ছে, কাতারে একটি বিল্ডিংয়ে পেলের আলোকিত ছবির সঙ্গে ‘শীঘ্রই সুস্থ হয়ে উঠুন’ বার্তা লেখা।
৮২ বছর বয়সী পেলে বার্তায় লিখেছেন, ‘বন্ধুরা আমি হাসপাতালে প্রতি মাসের মতো নিয়মিত চিকিৎসা নিতে এসেছি। এরকম ইতিবাচক বার্তা পেতে সবসময় ভালো লাগে। এমন সম্মান দেখানোর জন্য কাতারকে ধন্যবাদ, আর তাদেরকেও যারা আমাকে শুভকামনা জানিয়েছে।’
গত বুধবার সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা পেলেকে। ইএসপিএন ব্রাজিল তাদের প্রতিবেদনে তখন জানিয়েছিল, পেলে হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply