চলতি বিশ্বকাপ ফুটবল বেশ কয়েকটি অঘটনের সাক্ষী করেছে সবাইকে। সবচেয়ে বড় অঘটন বোধহয় ঘটিয়েছে জাপান। চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে দেয় প্রথম ম্যাচে। এতে জেগেছে পরের পর্বে যাওয়ার আশা।
সেই লক্ষ্যে ‘ই’- গ্রুপে নিজেদের শেষ ম্যাচে স্পেনের মুখোমুখি হবে এশিয়ান পরাশক্তি জাপান। প্রথম ম্যাচে জার্মানিকে হারিয়ে চমকের জন্ম দেওয়া জাপানিরা দ্বিতীয় ম্যাচে হার মানে কোস্টারিকার কাছে। দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে দুইয়ে আছে ব্লু সামুরাইরা।
জাপানের সমীকরণ অনেকটা এমন, হারলে বাদ। জিতলে পরের পর্ব। ড্র হলেও জেগে থাকবে সম্ভাবনা, তবে সেটা যদি-কিন্তুর ওপর।
জাপান কোচ হাজিম মরিইয়াসু অবশ্য চোখ রাখছেন জয়ে। এমন পরিস্থিতিতে ছেলেদের পরামর্শ দিলেন মাথা ঠান্ডা রাখার।
জাপান কোচ বলেন, ‘খেলোয়াড়দের জন্য অনেক চাপের একটা ম্যাচ হতে অপেক্ষা করছে। ওদের শক্ত হতে হবে। নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে। আশা করি ওরা ছন্দে থাকবে এবং সেরাটা উপহার দেবে।’
কোচের কথা মেনে যদি সেরাটা দিয়ে জয় ছিনিয়ে আনতে পারে জাপান, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। চলতি বিশ্বকাপ অবাক হওয়ার জায়গাটুকু রাখেনি।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply