জিতলেই দ্বিতীয় রাউন্ডের টিকেট নিশ্চিত। হারলে ধরতে হবে বাড়ির পথ। এমন সমীকরণের ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধে লড়াই করেও জালের দেখা পেল না আর্জেন্টিনা। এর মধ্যে পেনাল্টি মিস করে দলকে আরো হতাশা এনে দিলেন লিওনেল মেসি। ফলে প্রথমার্ধে গোলহীন থেকে মাঠ ছেড়েছে লিওনেল স্কালোনির দল।
আজ বুধবার দিবাগত রাতে কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে পোল্যান্ড ও আর্জেন্টিনা।
কাতারের ভেন্যু স্টেডিয়াম ৯৭৪ তে এদিন প্রথমার্ধে আক্রমণে দাপট দেখিয়েছে আর্জেন্টিনা। প্রথমার্ধে ৬৬ভাগ সময় বল দখলে রেখে পোলিশ শিবিরে ১২ বার আক্রমণ করে আর্জেন্টিনা, যার মধ্যে ৭টি ছিল অনটার্গেট শট। বিপরীতে ২টি শট নিয়ে অনটার্গেটে একটিও রাখতে পারেনি পোল্যান্ড।
এদিন ম্যাচের শুরুতেই দারুণ সুযোগ পেয়ে যান মেসি। ম্যাচের বয়স তখন সাত মিনিট। বাঁ প্রান্ত দিয়ে বল নিয়ে প্রতিপক্ষের ডি বক্সের ভেতরে ঢুকে যান মেসি। ভালো অবস্থানে থেকে শট নেন। কিন্তু পোল্যাতন্ডের গোল রক্ষক সেজেসনি মেসির নেওয়া শট জালে ঢুকতে দেননি।
এরপরও আক্রমণে দাপট দেখায় আর্জেন্টিনা। কিন্তু ধুঁকতে হয় ফিনিশিংয়ে। ম্যাচের ১৭তম মিনিটে আকুনাকে চমৎকার জায়গা বানিয়ে দেন মেসি। কিন্তু আকুনা ঠিকঠাক শট নিতে পারেননি। তাঁর নেওয়া শট পোস্টের ওপর দিয়ে বাইরে চলে যায়।
এরপর আরো দুবার সুযোগ মিস করেন আকুনা। ৩৩ মিনিটের মাথায় আর্জেন্টিনার নেওয়া ফ্রি কিক পোলিশদের জালে জড়াতেই লাগছিল। কিন্তু এবারও পোলিশদের ত্রাতা গোলরক্ষক। ৩৬ মিনিটে আরেক দফায় সুযোগ। তখনও রক্ষা করেন সেজেসনি। কিন্তু তখন পোলিশ গোলকিপারের হাতের ধাক্কায় পড়ে যান মেসি। ভিআর চেক করে পেনাল্টি পায় আর্জেন্টিনা। কিন্তু পেনাল্টি মিস করার ভুল করে বসেন মেসি।
বিরতির আগে আরো ভালো সুযোগই তৈরি করে আর্জেন্টিনা। কিন্তু আক্রমণে এসেও বারবার ফিনিশিংয়ের ব্যর্থতায় গোলের দেখা মেলেনি। দফায় দফায় পোল্যান্ডকে রক্ষা করেন গোলকিপার। ফলে গোলহীন থেকে বিরতিতে যেতে হয় আর্জেন্টিনাকে।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply