বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখতে মেক্সিকোর বিপক্ষে জিততেই হবে আর্জেন্টিনাকে। শনিবার রাতে ১টায় লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হবে দুদল।
কাজটি মোটেও সহজ নয়। তাই বলে অসম্ভবও তো নয়। নিজেদের খেলাটা খেললে শেষ ষোলোর টিকিট পেতে পারে লিওনেল মেসির আর্জেন্টিনা। আর দুই দলের মুখোমুখি হওয়ার ইতিহাসও আর্জেন্টিনার পক্ষে।
মেক্সিকোর সঙ্গে এ পর্যন্ত সব মিলিয়ে ৩৫ ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। এর মধ্যে ১৬ ম্যাচ জিতেছে আর্জেন্টিনা। ৫ ম্যাচ জিতেছে মেক্সিকো এবং বাকি ১৪ ম্যাচ ড্র হয়েছে। দুই দলের খেলায় মোট ৫৭ গোল করেছে আর্জেন্টিনা। অপরদিকে, ৩৪ গোল করেছে মেক্সিকো।
এখন পর্যন্ত বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে তিনটি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। সবগুলোতেই জয়ের স্বাদ পেয়েছে তারা।
আর্জেন্টিনা–মেক্সিকো মুখোমুখি হওয়ার ইতিহাসে প্রথম ম্যাচটিই বিশ্বকাপে। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপে একই গ্রুপে পড়েছিল মেক্সিকো ও আর্জেন্টিনা। গুইলার্মো স্ট্যাবিল–ভারাল্লোদের আর্জেন্টিনা ৬–৩ গোলে হারিয়েছিল মেক্সিকোকে। এর ৭৬ বছর পর বিশ্বকাপে দ্বিতীয়বার মুখোমুখি হয় আর্জন্টিনা–মেক্সিকো। ২০০৬ বিশ্বকাপে লাইপজিগে সে ম্যাচেও মেক্সিকোকে হারিয়েছিল আর্জেন্টিনা।
পরের বিশ্বকাপে শেষ ষোলোয় আবারও মেক্সিকোকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল আর্জেন্টিনা। এবারও ফলটা পাল্টাতে পারেনি কনক্যাকাফ অঞ্চলের দলটি।
জোহানেসবার্গে অনুষ্ঠিত সে ম্যাচে মেক্সিকোকে ৩–১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। জোড়া গোল করেছিলেন কার্লোস তেভেজ। একটি গোল গঞ্জালো হিগুয়েনের। অর্থাৎ বিশ্বকাপে এ পর্যন্ত তিন ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হয়ে প্রতিবারই জিতেছে আর্জেন্টিনা।
আর্জেন্টিনা দলের অধিনায়ক ও তারকা ফুটবলার লিওনেল মেসি এ পর্যন্ত ৫ বার মেক্সিকোর মুখোমুখি হয়েছেন। ৪ জয় ও ১ ড্রয়ে মেক্সিকোর বিপক্ষে তাঁর স্মৃতিটা বেশ সুখকর। এই ৫ ম্যাচে আর্জেন্টিনার করা ১৪ গোলের ৩টি মেসির। ২টি গোল বানিয়েও দিয়েছেন।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply