বিশ্বকাপের শুরুটা দুঃস্বপ্নের মতো হয়েছে আর্জেন্টিনার। যাদের বিপক্ষে বড় ব্যবধানে জেতার কথা, সেই সৌদি আরবের কাছে পাত্তাই পায়নি লাতিন আমেরিকার দলটি। সৌদি আরবের পর আর্জেন্টিনাকে পরীক্ষা দিতে হবে মেক্সিকোর বিপক্ষে। আর্জেন্টিনা তারকা লিওনেল মেসির জাদু থামাতে প্রস্তুত আছে মেক্সিকানরা।
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল শনিবার মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ‘সি’ গ্রুপের ম্যাচটি। মূল লড়াই শুরুর আগে আর্জেন্টিনাকে নিয়ে নিজের লক্ষ্যের কথা শোনালেন মেক্সিকোর অভিজ্ঞ গোলরক্ষক গিয়েরমো ওচোয়া।
আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে ওচোয়া বলেছেন, ‘আমরা উঠে দাঁড়িয়ে লড়াই করতে প্রস্তুত। মেসির মধ্যে ওই জাদু আছে। মনে হবে সে কিছুই করছে না। কিন্তু পরের মুহূর্তেই সব কিছু ঠিক করে গোল দিয়ে দেবে। ম্যাচটি ভালো চ্যালেঞ্জ হতে চলেছে। মোটেও সহজ হবে না। মেসি ইতিহাস ও বিশ্বের সেরাদের একজন, যদি সেরা নাও হয়। তার বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে খেলার চেয়ে ভালো আর কী-ইবা হতে পারে।‘
৩৭ বছর বয়সী এ গোলরক্ষক আরো বলেন, ‘আমি কখনও এটি বলতে পছন্দ করি না যে, এর বিপক্ষে খেলব না, ওর বিপক্ষে খেলব না কারণ তারা কঠিন। বরং আমি তাদের বিপক্ষে বিশ্বকাপে খেলতে চাই। আমি ভালো ম্যাচ খেলতে চাই এবং তাদের হারাতে চাই।’
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply