ম্যানচেস্টার ইউনাইটেডে দ্বিতীয় দফায় প্রত্যাবর্তন সুখের হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোর, তা কারও অজানা নয়। চলতি মৌসুমের শুরুতেই ক্লাব ছাড়তে চেয়েছিলেন তিনি। কোচ এরিক হাগের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছিল না তাঁর। সম্প্রতি সেসব প্রকাশ্যে আনেন রোনালদো। যার জের ধরে এবার ক্লাব ছাড়লেন পর্তুগাল সুপারস্টার।
মঙ্গলবার রাতে নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে, রোনালদোর ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এই সিদ্ধান্তে এসেছে বলে জানিয়েছে ক্লাব। তাছাড়া তাৎক্ষনিকভাবে সেটা কার্যকর করার কথা জানিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।
ঘটনা বিতর্কে রূপ নেয় কিছুদিন আগে। বিশ্বকাপ খেলতে কাতারে পা রাখার আগে সাংবাদিক পিয়ার্স মরগ্যানকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেছিলেন, ‘টেন হাগ আমাকে সম্মান করে না। সে চায় না আমি এখানে থাকি। আমিও তাকে সম্মান করি না। শুধু তিনি নন, ক্লাবের আরও কয়েকজনও চাননা আমি এখানে থাকি।’
এ ছাড়া ম্যানচেস্টার সিটিতে যাওয়া প্রস্তাব থাকলেও স্যার অ্যালেক্স ফার্গুসনের কথাতেই ইউনাইটেড আসেন বলে জানান রোনালদো। সঙ্গে যোগ করেন, স্যার অ্যালেক্স যাওয়ার পর থেকে ইউনাইটেডের কোনো উন্নতি না হওয়ার কথা।
সাক্ষাৎকারে সিআরসেভেন আরও বলেছিলেন, ‘মানুষের সত্যটা জানা উচিত। জানা দরকার আমি কীভাবে বিশ্বাসঘাতকতার শিকার হয়েছি। আমার ইউনাইটেডে থাকাটা কিছু মানুষের সহ্য হচ্ছে না।’
জুভেন্টাস ছেড়ে গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডে আসেন রোনালদো। দলের পক্ষে সর্বোচ্চ গোলদাতা হলেও তাঁর ক্লাব ভালো করতে পারেনি। এই মৌসুমে ক্লাবের দায়িত্ব নেন নেদারল্যান্ডসের এরিক টেন হাগ। শুরু থেকেই ডাচ কোচের সঙ্গে শীতল যুদ্ধ চলে সিআরসেভেনের। যার কারণে শেষ পর্যন্ত ক্লাবটি ছাড়তে বাধ্য হলেন পর্তুগাল তারকা।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply