ক্রিকেটের দ্রুততম সংস্করণ টি-টেন পাখা মেলতে শুরু করেছে। এর অংশ হিসেবে শ্রীলঙ্কায় যাত্রা শুরু করল এটি। এই টুর্নামেন্টের নাম দেওয়া লঙ্কা টি-টেন লিগ। আশা করা হচ্ছে, অভিনব ঘরানার ক্রিকেটের মাধ্যমে এটি বিপুল পরিমাণ দর্শকের আগ্রহের জায়গা দখল করবে।
শ্রীলঙ্কান ক্রিকেটের প্রেসিডেন্ট শাম্মি সিলভা ও সেক্রেটারি মোহন ডি সিলভা দেশটিতে টি-টেনের যাত্রা শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। এ ছাড়া টি-টেন গ্লোবাল স্পোর্টসের চেয়ারম্যান শাজি উল মুল্ক ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) রাজীব খান্না এই আনন্দঘন উপলক্ষে উপস্থিত ছিলেন।
নিজের বক্তব্যে শাম্মি সিলভা বলেছেন, ‘ক্রিকেটের দ্রুততম সংস্করণের এই টুর্নামেন্ট নিশ্চিতভাবেই আমাদের ক্রিকেট সূচিতে দারুণ একটি সংযোজন। খেলাটির অগ্রযাত্রায় অংশ নিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। যা বৈশ্বিক ক্রীড়াঙ্গনের সঙ্গে তাল মিলিয়ে নিত্যনতুন বৈচিত্র্য নিয়ে আসে। টি-টেন গ্লোবাল স্পোর্টসকে তাদের এই সবশেষ পদক্ষেপের জন্য আমি সাধুবাদ জানাই।’
এ সময় মোহন ডি সিলভা বলেন, ‘লঙ্কা টি-টেন লিগ শুরুর ঘোষণা দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এটি ক্রিকেটের সবচেয়ে ক্ষুদ্র সংস্করণ। আমার পূর্ণ আত্মবিশ্বাস রয়েছে, এই টুর্নামেন্ট দর্শকদের দেবে পূর্ণাঙ্গ বিনোদন এবং খেলোয়াড়দের মধ্যে তৈরি করবে মানসম্পন্ন প্রতিযোগিতা। পাশাপাশি স্টেকহোল্ডাররাও মূল্যবান প্রচারণা পাবেন।’
বিশ্বব্যাপী চলমান অন্যান্য লিগের মতো টি-টেন লিগেও আন্তর্জাতিক ক্রিকেটের বড় তারকাদের অংশগ্রহণের আশা করা হচ্ছে। পাশাপাশি দ্বীপ দেশটির অনেক প্রতিভাবান খেলোয়াড়ের ওপর সবার নজর পড়বে।
টি-টেন গ্লোবাল স্পোর্টসের চেয়ারম্যান শাজি উল মুল্ক বলেছেন, ‘লঙ্কা টি-টেন লিগের মাধ্যমে শ্রীলঙ্কায় ক্রিকেটের দ্রুততম সংস্করণের প্রতিযোগিতা শুরু করতে পেরে আমরা উচ্ছ্বসিত। এটি একটি মাইলফলকও বটে। প্রথমবারের মতো আইসিসির পূর্ণ সদস্য কোনো দেশ এই সংস্করণের খেলা শুরু করছে। ২০১৭ সালে যাত্রা শুরুর সময় থেকেই টি-টেনকে সর্বাত্মক সহযোগিতা করছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। সামনের দিনগুলোতে এ সম্পর্ক আরও জোরদার করার ব্যাপারে আশাবাদী আমরা।’
আবু ধাবি টি-টেন লিগের মাধ্যমে টি-টেন এখন বৈশ্বিক ক্রিকেট সূচির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে। যুক্তরাষ্ট্র থেকে নতুন দুটি ফ্র্যাঞ্চাইজির অংশগ্রহণে মোট ৮ দল নিয়ে শুরু হচ্ছে আবু ধাবি টি-টেন লিগের ষষ্ঠ আসর।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply