স্পোর্টস ডেস্ক :
স্বাগতিক কাতার ও ল্যাটিন আমেরিকার দেশ ইকুয়েডরের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়ে গেল এবারের ফুটবল বিশ্বকাপ। আল-খোরের আল-বায়াত স্টেডিয়ামে ম্যাচটি চলছে। এরই মধ্যে কাতারকে দু’টি গোল দিয়েছে ইকুয়ডের।
কাতারের একাদশ: শাদ আল সাঈব, আব্দেলকরিম হাসান, বৌলেম খৌকি, আল রাওই, হোম্যান আহমেদ, আব্দুলআজিজ হাতেম, করিম বৌদিয়াফ, আকরাম আফিফ, আলমঈজ আলী, হাসান আল হেইদৌস।
ইকুয়েডরের একাদশ: গালিন্দেজ, এস্তুপিনান, হিনক্যাপি, তোরেস, অ্যাঞ্জেল প্রিকাইদো, ইবারা, কেইসেদো, মেন্ডেস, প্লাটা, এস্ত্রেদা, ভ্যালেন্সিয়া।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply