রাশিয়া–ইউক্রেন যুদ্ধে ২ লাখ সেনা হতাহত

আন্তর্জাতিক ডেস্ক :

ইউক্রেনের যুদ্ধে উভয় পক্ষের এক লাখ করে মোট দুই লাখ সেনা হতাহত হয়েছে বলে মনে করছেন মার্কিন শীর্ষ জেনারেল। ইউএস জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি বলেছেন, এই সংঘর্ষে প্রায় ৪০ হাজার বেসামরিক লোক মারা গেছে। পশ্চিমাদের দেওয়া পরিসংখ্যানে এটিতেই সবচেয়ে বেশি উল্লেখ করা হলো। খবর বিবিসির।

মার্ক মিলি বলেন, কিয়েভ ‘একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে’ মস্কোর সঙ্গে পুনরায় আলোচনায় বসতে ইচ্ছুক।

সাম্প্রতি ভ্লাদিমির পুতিনকে আলোচনা পুনরায় শুরু করার আগে ক্ষমতা থেকে অপসারণ করতে হবে এমন শর্তে মস্কোর সঙ্গে ইউক্রেন আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছে। কিন্তু নিউইয়র্কে এক বক্তৃতায় জেনারেল মিলি বলেছেন, ‘যেকোনো আলোচনা সফল হতে হলে রাশিয়া ও ইউক্রেনকে ‘পারস্পরিক স্বীকৃতিতে’ পৌঁছাতে হবে যে—যুদ্ধকালীন বিজয় সামরিক উপায়ে অর্জন করা নাও যেতে পারে এবং তাদের অন্য ভাবনা ভাবতে হবে।’

গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। আট মাসের বেশি সময় ধরে এই যুদ্ধ চলছে। যুদ্ধে হতাহতের সংখ্যা নিয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সবচেয়ে সুনির্দিষ্ট তথ্য গতকালই পাওয়া গেল।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *