বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :
বর্তমানে আমরা ইন্টারনেটে দুই ধরনের সার্চ ইঞ্জিন পেয়ে থাকি, প্রথমটি হলো গুগল সার্চ ইঞ্জিন এবং দ্বিতীয়টি হলো ইউটিউব সার্চ ইঞ্জিন। ইউটিউব হলো সান ব্রুনো, ক্যালিফোর্নিয়াভিত্তিক একটি মার্কিন অনলাইন ভিডিও প্ল্যাটফর্ম সেবার সাইট। ২০০৫ সালের ফেব্রুয়ারিতে যাত্রা শুরু হয় এটির। বর্তমানে ইউটিউব গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম। ২০০৬ সালের অক্টোবরে, গুগল; সাইটটিকে ১.৬৫ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে ক্রয় করে নেয়।
ইউটিউব বর্তমানে গুগলের পর বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় অনলাইন সার্চ ইঞ্জিন, যেখানে ভিডিওর মাধ্যমে যেকোনো সমস্যার সমাধান পাওয়া যায়। নতুন নতুন ফিচার সংযোজনের মাধ্যমে ইউটিউব প্রতিনিয়ত নিজেকে আপডেট করে। তারই ধারাবাহিকতায় এবার ইউটিউবের নতুন সংযোজন হলো ‘গো লাইভ টুগেদার’।
ভিডিও বা কনটেন্ট নির্মাতাদের (ক্রিয়েটর) জন্য অতিথিসহ লাইভ করার নতুন ফিচার এটি। যার মাধ্যমে একজন গেস্টকে এনে লাইভে যুক্ত করতে পারবেন ক্রিয়েটররা। ক্রিয়েটর ইনসাইডার চ্যানেল এবং এক ব্লগ পোস্টে এ ঘোষণা দিয়েছে ইউটিউব। তবে মুঠোফোন থেকে কো-স্ট্রিম করা গেলেও ডেস্কটপে এ ফিচার ব্যবহার করা যাবে না।
প্রাথমিকভাবে নির্দিষ্ট সংখ্যক ক্রিয়েটর গো লাইভ টুগেদার ফিচার ব্যবহার করতে পারবেন। পরবর্তী সময়ে ফিচারটি অন্য ক্রিয়েটরদের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে ইউটিউবের।
কয়েক সপ্তাহের মধ্যেই কিছু ক্রিয়েটর তাদের অ্যাকাউন্টের নিচের অংশে গো লাইভ টুগেদার অপশনটি দেখতে পাবেন। লাইভ স্ট্রিমিং করতে ক্রিয়েটরকে টাইটেল, ডেসক্রিপশন, মনিটাইজেশন সেটিং, থাম্বনেইল এবং ভিসিবিলিটি সেটিং ঠিক করতে হবে। ইনভাইট আ কো-স্ট্রিমার অপশন সিলেক্ট করার পর গেস্টকে লাইভ স্ট্রিমে ইনভাইট করা যাবে।
লাইভ স্ট্রিমটি শুধু হোস্টের চ্যানেলেই দেখা যাবে। আর এ লাইভ স্ট্রিমে বিজ্ঞাপন প্রদর্শিত হলে এর অর্থ আয়োজক বা হোস্ট পাবেন।
সম্প্রতি টিকটকও টুইস কো-স্ট্রিমিং ফিচার চালু করেছে, যাতে সর্বোচ্চ পাঁচজন অতিথি যুক্ত হতে পারেন।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply