২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, শনাক্ত ৪৯৮

হেলথ ডেস্ক :

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজন মারা গেছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ১৬২ জন মারা গেছে। আজ শুক্রবার সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪৯৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৬৬০ জনে।

প্রতিবেদনে আরও বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৩২৫ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছে ১৭৩ জন।

বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে দুই হাজার ২৩২ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছে এক হাজার ৪২৮ জন।

প্রতিবেদনে আরও বলা হয়, এ বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪১ হাজার ৪৮১ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৩৭ হাজার ৬৫৯ জন।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *