বিনোদন ডেস্ক :
অবশেষে অপেক্ষার পালা পুরালো। জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ ছবির প্রথম পূর্ণাঙ্গ অফিসিয়াল ট্রেলার প্রকাশিত হয়েছে। সর্বকালের সর্বাধিক আয়কারী সিনেমার তালিকায় প্রথম দিকেই আছে ‘অ্যাভাটার’। ২০০৯ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। সেই ছবির সিক্যুয়েল হলো ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’।
আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ ছবিটি মুক্তি দেবে ডিজনি। ছবিতে সুলি পরিবারের (জ্যাক, নৈয়েত্রী ও তাদের সন্তান) কাহিনী তুলে ধরা হয়েছে। তাদের সংগ্রাম, বেঁচে থাকার লড়াই, একজন আরেকজনকে নিরাপদে রাখার চেষ্টা, বিয়োগান্তক পরিণতি তুলে ধরা হবে ছবিতে। টিজারে তেমনই আভাস মিলেছে।
‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন স্যাম ওর্থিংটন, জো সালদানা, স্টিফেন ল্যাং, কেট উইন্সলেট ও সিগোর্নি ওয়েবার।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply