ডেস্ক রিপোর্ট:
আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে হত্যা, খুন, গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের জন্য র্যাবসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ব্যবহার করে বাংলাদেশকে ভয়াবহ ঝুঁকির মধ্যে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আজ মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহারের সুদূরপ্রসারী প্রভাব বাংলাদেশের নিরাপত্তা, স্থিতিশীলতা, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। তাই এ পরিস্থিতি সৃষ্টির সব দায়-দায়িত্ব আওয়ামী লীগ সরকারকেই বহন করতে হবে।
বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের দায়ে ১২টি শীর্ষ মানবাধিকার সংগঠন জাতিসংঘ মিশনে র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি জানিয়ে যে চিঠি দিয়েছে, বিএনপি বিষয়টি পর্যালোচনা করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
বিএনপি মহাসচিব আরও বলেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভা মনে করে, আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে হত্যা, খুন, গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের জন্য র্যাবসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করছে, যা বাংলাদেশকে ভয়াবহ ঝুঁকির মধ্যে ফেলেছে। এর সুদূরপ্রসারী প্রভাব বাংলাদেশের নিরাপত্তা, স্থিতিশীলতা, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। ফলে এ পরিস্থিতি সৃষ্টির সব দায়-দায়িত্ব আওয়ামী লীগ সরকারকেই বহন করতে হবে।
এটিভি বাংলা/আমান
Leave a Reply