রাইট কেয়ার মেডিকেল জ্যামাইকা এভিনিউ শাখার উদ্বোধন

নিউইয়র্ক: নিউইয়র্কে বাংলাদেশী মালিকানা মেডিকেল সেন্টার “রাইট কেয়ার মেডিকেল” জ্যামাইকা এভিনিউতে ৩য় শাখার উদ্ভোধন করা হয়েছে। ২৭ সেপ্টেম্বর বৃহস্প্রতিবার কমিউনিটির জনপ্রিয় চিকিসক রাইট কেয়ার মেডিকেলের পরিচালক ডাঃ মোহাম্মদ হোসাইন ইমরান। এসময় বিভিন্ন হেলথ ইন্স্যুরেন্স কর্মকর্তা, কমিউনিটি নেতৃবৃন্দ ও রাইট কেয়ার মেডিকেল অফিসের চিকিসক, টেকনিশিয়ান,কর্মকর্তা, সেবা গ্রহীতাগণ উপস্থিত ছিলেন। নিউইয়র্লকের বাংলাদেশী অধ্যুষিত জ্যামাইকা হিলসাইড ১৬৮ প্লেস হাইল্যান্ড এভিনিউতে রাইট কেয়ার মেডিকেল অফিসের প্রথম পথ চলা। কমিউনিউনিটির চাহিদায় ১৯৬ হিলসাইড ২য় শাখার চালু করেন। এরপর বাংলাদেশীসহ অন্যান্য কমিউনিটির ব্যাপক সাড়া পাওয়ায় এবার ১৭৬ জ্যামাইকা এভিনিউতে ৩য় শাখার চালু করা হয়েছে। রাইট কেয়ার মেডিকেলের পরিচালক ডাঃ মোহাম্মদ হোসাইন ইমরান বলেন, নিউইয়র্ককে কমিউনিটির স্বাস্থ্য সেবাই আমাদের লক্ষ্য। আমাদের সকল শাখা সোম থেকে শনি সপ্তাহে ৬ দিনই খোলা। এছাড়া আমাদের টেলি হেলথ সেবা সব সময়ই চালু রয়েছে।

Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *