‘পুষ্পা ২’-তে কী তাহলে এবার ভিলেন যিশু!

বিনোদন ডেস্ক :
কলকাতার
অন্যতম জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত। ভারতীয় বাংলা সিনেমার গণ্ডি পেরিয়ে তাকে অভিনয় করতে দেখা গেছে বলিউডের হিন্দি সিনেমায়ও। তবে এবার তাকে অভিনয় করতে দেখা যাবে দক্ষিণী সিনেমায়। টালিউডের বাতাসে শোনা যাচ্ছে, দক্ষিণী ব্লকবাস্টার মুভিপুষ্পা: দ্য রাইজসিনেমার সিক্যুয়েলে অভিনয় করতে দেখা যেতে পারে টালিউড তারকা যিশু সেনগুপ্তকে।

‘পুষ্পা: দ্য রাইজ’-এ ভিলেন হওয়ার অফার এসেছিল যিশুর কাছে। সে খবর তিনি নিজেই জানিয়েছিলেন। তবে ডেট নিয়ে কিছু সমস্যা থাকায় তা করা হয়ে ওঠেনি। তবে দিনকয়েক ধরে আরও একটা খবর বাজারে রটেছে। ‘পুষ্পা ২’-তে কাজের অফারও নাকি যিশুর কাছে এসেছে এবং তিনি তাতে ‘হ্যাঁ’-ও বলে দিয়েছেন। সম্প্রতি এই নিয়ে মুখ খুললেন অভিনেতার ম্যানেজার।

কাজের অফার প্রথমে গিয়েছিল বিজয় সেতুপতির কাছে। তবে আপাতত বিজয় নভেম্বর মাস থেকে একটি ছবির কাজে হাত দেবেন। তাই তার পক্ষে ডেট দেয়া মুশকিল। তাই ‘না’ করে দেন। তারপর নির্মাতারা আসেন যিশুর কাছে, আর বাংলার অভিনেতাও রাজি হয়ে যান। তবে যিশুর ম্যানেজার কিন্তু অন্য কথা বলছেন। ETimes-কে তিনি জানান, ‘যে সব রিপোর্ট বলছে যিশু সেনগুপ্ত পুষ্পা: দ্য রুলে কাজ করবে, সেগুলো ভিত্তিহীন। আমি নিশ্চিত করছি, পুষ্পা ২-তে ওঁ অভিনয় করছে না।’

২০২১ সালে বক্স অফিসে রাজ করেছে ‘পুষ্পা’। ব্লকবাস্টারের তকমা জিতে নিয়েছে। খুব জলদি আসছে এই সিনেমার দ্বিতীয় পার্ট। মাঝে শোনা গিয়েছিল  ‘পুষ্পা: দ্য রুল’-এর শুট হবে বাঁকুড়ার লাল মাটিতে। বাংলার মানুষ খুব আনন্দও পেয়েছিল এ কথা শুনে। আল্লু অর্জুনকে চাক্ষুষ করার সুযোগ মিলবে বলে কথা। তবে এখন শোনা যাচ্ছে পুষ্পরাজের উত্থানের গল্প না-ও বোনা হতে পারে বাংলায়।

তবে যিশুভক্তদের এতটাও মন খারাপ করার দরকার নেই, একটা ভালো খবরও আছে। পুষ্পা ২-এর অংশ না হলেও অভিনেতাকে দেখা যাবে সামান্থা রুথ প্রভু আর দেব মোহনের পিরিয়ড ড্রামা ‘শকুন্তলম’-এ, যা মুক্তি পাবে ৪ নভেম্বর।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *