বিনোদন ডেস্ক :
মুক্তি প্রতীক্ষিত ‘দামাল’ ছবির প্রচারণার জন্য প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে টিম দামাল। প্রীতি ফুটবলের এই ম্যাচে খেলতে মাঠে নেমেছেন বিদ্যা সিনহা মিম, শরীফুল রাজ, সিয়ামরা।
আগামী ২৮ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে রায়হান রাফি পরিচালিত সিনেমা দামাল। এরই মধ্যে প্রকাশ হয়েছে ছবির ট্রেলার ও গান।
১১ জন করে ফুটবল খেলতে মাঠে নেমেছে দুটি দল। পেশাদার খেলোয়াড়দের সঙ্গে টিম গঠন করে মাঠে নেমেছেন দামাল সিনেমার অভিনয়শিল্পীরা।
এ বিষয়ে বিদ্যা সিনহা মিম বলেন, ‘জেতার জন্য দামাল টিম খেলতে নেমেছে। অবশ্যই জিতে মাঠ ছাড়ব আমরা।’
সিনেমাটিতে সিয়াম-রাজ-মিম মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, সুমিত সেনগুপ্ত, রাশেদ অপু, সাঈদ বাবু, নাজমুস সাকিব, শাহনাজ সুমি প্রমুখ।
উল্লেখ্য, স্বাধীন বাংলা ফুটবল দলকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘দামাল’ ছবিটি। ফরিদুর রেজা সাগরের গল্পে এর চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা এবং রায়হান রাফি। মুক্তিযুদ্ধ ও সেই সময়ের স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প নিয়ে তৈরি সিনেমাটির শুটিং শুরু হয়েছিল ২০২০ সালের নভেম্বরে।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply