বিনোদন ডেস্ক :
ব্যক্তিজীবন টেনে মানহানিকর কনটেন্ট নির্মাণ করায় ১৩ ইউটিউব চ্যানেল ও কয়েকটি ফেসবুক পেজের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন চিত্রনায়ক শাকিব খান। গতকাল সন্ধ্যায় গুলশান থানায় শাকিব খানের পক্ষে জিডি করেছেন শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ম্যানেজার মো. মনিরুজ্জামান
এনটিভি অনলাইনকে এই তথ্য নিশ্চিত করে গুলশান থানার ওসি (তদন্ত) শেখ শাহনুর রহমান জানিয়েছেন, ‘সাধারণ ডায়েরি (জিডি) নম্বর ১৩২৭। বিষয়টা তো সাইবার অপরাধের আওতায় পড়ে। আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। পুরো বিষয়টি তদন্তাধীন।’
সপ্তাহখানেক আগে শাকিব খান তাঁর ভেরিফায়েড ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছিলেন, ‘ভিউ আর হিটের আশায় যারা অন্যের ব্যক্তিগত জীবন সম্পর্কে এত বাজে ও মিথ্যা তথ্য ছড়াতে পারে, তাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য দেশের আইনই যথেষ্ট। কয়েকটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ভিউয়ের আশায় মিথ্যা কনটেন্ট প্রচার করে একধরনের বিভ্রান্তি সৃষ্টি করে যাচ্ছে। একটার পর একটা ইস্যু ক্রিয়েট করে যাচ্ছে। আর এসব ভুয়া বিষয়ের ওপর ভিত্তি করে কয়েক দিন ধরে বেশকিছু নিউজ পোর্টাল সত্যতা নিশ্চিত না করে কোনো ধরনের স্টেটমেন্ট ছাড়াই আমার নামে মিথ্যে সংবাদ প্রচার করছে, যা কোনোভাবেই কাম্য নয়। যারা এসব মিথ্যা নোংরামি ছড়াচ্ছে, তাদের তালিকা করা হচ্ছে। কঠোরভাবে জানাচ্ছি, এ ব্যাপারে আমার আইনজীবী দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নিচ্ছেন।’
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply