টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চোটে আক্রান্ত হয়েছেন জশ ইঙ্গলিস। তাই অস্ট্রেলিয়ার ১৫ সদস্যের দলে ক্যামেরন গ্রিনকে নেওয়া হয়েছে।
ক্রিকবাজের খবরে জানা গেছে, সিডনির একটি গল্ফ কোর্সে হাতে আঘাত পান ইঙ্গলিস। তাঁর অস্ত্রোপচার করতে হবে। তাই বিশ্বকাপের দল থেকে তাঁকে বাদ দেওয়া হয়।
আগামী শনিবার সিডনিতে অস্ট্রেলিয়া তাদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে।
অস্ট্রেলিয়া দল : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, টিম ডেভিড, জশ হ্যাজলউড, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা ও ক্যামেরন গ্রিন।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply