বিনোদন ডেস্ক :
সুকুমার নির্মিত দক্ষিণী সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’ গত বছর ডিসেম্বরে মুক্তির পর বক্স অফিসে বাজিমাত করেছে। কুড়িয়েছে দর্শক-সমালোচকদের ভূয়সী প্রশংসা।
এরই মধ্যে ‘পুষ্পা টু’ সিনেমার শুটিং শুরু করেছেন সুকুমার। জানা যায়, সিনেমাটির দ্বিতীয় পার্টে জুটি বেঁধে পর্দায় হাজির হবেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা। প্রথম পার্টের সাফল্যের পর দ্বিতীয়টিতে বড়সড়ো পরিবর্তন এনেছেন নির্মাতা। এ ছাড়া এর ক্লাইম্যাক্স দৃশ্যেও থাকবে দর্শকের জন্য চমক!
ভারতীয় গণমাধ্যম এ বিষয়ে জানিয়েছে, পরিচালক সুকুমার ‘পুষ্পা’ সিনেমার দ্বিতীয় পার্টে বিশাল অ্যাকশন দৃশ্য রাখার পরিকল্পনা করেছেন। ‘ট্রিপলআর’ সিনেমায় রাজামৌলি যেমনটা করেছিলেন। সিনেমাটিতে বাঘের সঙ্গে এনটিআর জুনিয়রকে লড়াই করতে দেখা যায়। এটি এই সিনেমার প্রধান আকর্ষণীয় দৃশ্য ছিল। একইভাবে সুকুমারও তার সিনেমায় বাঘের সঙ্গে আল্লু অর্জুনের ভয়ংকর লড়াইয়ের দৃশ্য রাখার পরিকল্পনা করেছেন।
আরেকটি ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ‘পুষ্পা টু’ সিনেমার টিম শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের জঙ্গলে অসাধারণ একটি লোকেশন খুঁজছে। তবে ব্যাংককের কোনো একটি জঙ্গলে বাঘের সঙ্গে আল্লু অর্জুনের ভয়ংকর লড়াইয়ের দৃশ্যধারণের কাজটি হবে।
দিল্লিতে অন্নপূর্ণা স্টুডিওতে এ ফটোশুট হয়েছে। এরই মধ্যে সিনেমার নির্মাতা সেট থেকে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন। যদিও এখনো শুটিংয়ে অংশ নেননি আল্লু অর্জুন। তবে এরই মধ্যে ফটোশুটে অংশ নিয়েছেন এই অভিনেতা।
এটিভি বাংলা/ হৃদয়
Leave a Reply