স্টাফ রিপোর্টার:
রংপুরে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চার যাত্রী নিহত ও তিনজন আহত হয়েছেন।
রোববার (২৩ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে নবীগঞ্জ বাজার সংলগ্ন রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- খুলনার পাইগাছা উপজেলার কফিল মনি ইউনিয়নের হরিডালি গ্রামের পবিত্র নন্দী ও নগরীর তালুক উপাশু গ্রামোর অনিল চন্দ্র (৫৫)। এদের মধ্যে পবিত্র নন্দী একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটের বুড়িমারীগামী মানিক এক্সপ্রেস নামের একটি বাস নবীগঞ্জ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোচালকসহ তিনজনের মৃত্যুু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এ সময় গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও এক যাত্রীর মৃত্যু হয়।
মহানগর পুলিশের মাহিগঞ্জ থানার এসআই বাবুল মিয়া জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন ও হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে ঘটনাস্থলে পৌঁছে যানচলাচল স্বাভাবিক করে পুলিশ।
এটিভি বাংলা/সুমন
Leave a Reply