নারী এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ফাইনালে তারা সহজেই হারিয়েছে ভারতকে। তারা জিতেছে আট উইকেটে।
সিলটে অনুষ্ঠিত ফাইনালে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে ৬৫ রান করে। ছোট লক্ষ্য তাড়ায় ৮.৩ ওভারেই জয় তুলে নেয় ভারত। ছয় মেরে ম্যাচ ফিনিশ করেন স্মৃতি মান্ধানা।
শ্রীলঙ্কাকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল ভারত। শেষটাও সে ভাবেই। ফাইনালের চাপ নিতে পারল না শ্রীলঙ্কা। ভারতের দুর্দান্ত বোলিং এবং ফিল্ডিংয়ে খেই হারায় শ্রীলঙ্কা।
এশিয়া কাপে এর আগেও চারবার ফাইনালে উঠেছিল শ্রীলঙ্কা। প্রতিবারই রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের।
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। কিন্তু সুবিধা করতে পারলেন না ব্যাটাররা। মাত্র দুজন ব্যাটার দুঅঙ্কের কোটায় পৌঁছান। রেনুকা মাত্র ৫ রান দিয়ে তিন উইকেট নেন।
লক্ষ্য ছোট হলেও ম্যাচ ১০ উইকেটে জিততে পারেনি ভারত। এই ম্যাচ জিততেই দুই উইকেট হারায় তারা।
সংক্ষিপ্ত স্কোর :
শ্রীলঙ্কা : ৬৫ (ইনোকা রনবীরা ১৮*, রেনুকা সিং ঠাকুর ৩/৫, স্নেহ রানা ২/১৩)।
ভারত : ৭১ (স্মৃতি মান্ধানা ৫১* হরমনপ্রীত কৌর ১১*)।
ফল : ভারত আট উইকেটে জয়ী।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply