বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান নিজের বোলিং নিয়ে খুব কমই কথা বলেন। তবে এবার তিনি স্বীকার করেছেন নিজের বোলিং নিয়ে ফোকাস করার সময় এসেছে।
সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে সাকিবের বোলিং ছিল খুবই বাজে। সে ম্যাচের ১৫তম ওভারে তিনি ১৭ রান দিয়েছিলেন। তা ছাড়া শেষ চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে তিনি উইকেটহীন।
সম্প্রতি সাকিব নেটে দীর্ঘ স্পেলে বোলিং করেন এবং প্রস্তুতির জন্য ব্যাটিংয়ে আরও মনোযোগ দেন। এটি তাঁকে ভালো ফল এনে দিয়েছে। ত্রিদেশীয় সিরিজে পরপর দুটি হাফসেঞ্চুরি করেন চার নম্বরে ব্যাট করতে নেমে।
তবে সাকিব বল হাতে ভালো করতে পারছেন না। তিনটি ম্যাচে ৯১ রান দিয়েছেন। তিনি দুটি ম্যাচে চার ওভারের কোটা পূরণ করতে পারেননি।
এ ব্যাপারে সাকিব বলেন, ‘আমি মনে করি, দলের জন্য রান করাই আমার কাজ। আমি যে তিনটি ম্যাচ খেলেছি, বোলিং ভালো হয়নি। আমাকে তা নিয়ে ভাবতে হবে।’
সাকিবের শৈশবের পরামর্শক নাজমুল আবেদীন জানিয়েছেন, ২০২১ সাল থেকে সাকিব ২৭টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। বাঁহাতি এটই ব্যাটসম্যানদের যাতে মাত্র সাতটি উইকেট নিয়েছেন। বিপরীতে তিনি ২৭ বার ডানহাতিদের আউট করেছেন।
এ ব্যাপারে নাজমুল আবেদীন বলেন, ‘একটা সময় ছিল যখন বাঁ-হাতি ব্যাটসম্যানদের বিরুদ্ধে স্বাচ্ছন্দ্যবোধ করত না সাকিব। পরে একটি উপায় খুঁজে পায় সে। সম্ভবত উইকেটে কোনো সাহায্য না থাকলে তাকে চ্যালেঞ্জে পড়তে হয়।’
অভিজ্ঞ কোচ আরও বলেন, ‘সে (সাকিব) খুব বেশি বল স্পিন করে না। তাকে যা করতে হবে, আক্রমণের বিকল্প দিকে না গিয়ে রক্ষণাত্মক বল করতে হবে।’
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply