ডেস্ক রিপোর্ট:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলমান রাখতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।সকালে রাজশাহীতে বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। এসময় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পরীক্ষার রুটিন প্রকাশের দাবিতে মানবন্ধনসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক অফিস ঘেরাও করার হুমকি দেন তারা।
মানববন্ধনে অংশ নেওয়া একজন ছাত্রী জানান, স্বাস্থ্যবিধি মেনে তারা পরীক্ষাগুলো দিতে চান। এর আগে করোনার কারণে দুই বছর তাদের জীবন থেকে হারিয়ে গেছে। তারা চায় না জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের আর এইভাবে হয়রানি করুক। যেভাবে রুটিন করা হয়েছিল সেই অনুযায়ী তাদের পরবর্তী পরীক্ষাগুলো নেওয়ার অনুরোধ জানান।
এদিকে, সিরাজগঞ্জ ও সুনামগঞ্জেও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, সেশন জটের কারণে পাবলিক বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তুলনায় তারা পিছিয়ে পড়ছে। চলমান পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেয়ার দাবি জানান শিক্ষার্থীরা।
এর আগে, দেশে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ বন্ধসহ বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। তবে দেশের বিশ্ববিদ্যালয়গুলো তাদের মত করে সিদ্ধান্ত নিতে পারবে। শুক্রবার সকালে মন্ত্রিপরিষদ বিভাগের এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ২১ জানুয়ারি থেকে আগামী ০৬ ফেব্রুয়ারি পর্যন্ত সকল স্কুল, কলেজ ও সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ ক্ষেত্রে অনুরূপ ব্যবস্থা গ্রহণ করবে।
এটিভি বাংলা/শুভ্র
Leave a Reply