করোনায় বেড়েছে শনাক্তের হার , ২ জনের মৃত্যু

হেলথ ডেস্ক :
দেশে সবশেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে দুইজন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু ২৯ হাজার ৩৮৮ জনে দাঁড়াল। এদিন নতুন করে শনাক্ত হয়েছেন ৪৫৬ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩১ হাজার ৬ জনে।

বুধবার (১২ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮২টি ল্যাবে সবশেষ ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৭৬৯টি। পরীক্ষা করা হয় ৪ হাজার ৭৬৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ৫৭ শতাংশ। আগেরদিন ছিল ৮ দশমিক ৮৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

এই সময়ে সুস্থ হয়েছেন ৪৯৭ জন। মোট সুস্থ ১৯ লাখ ৭১ হাজার ৭০০ জন।

এর আগে মঙ্গলবার (১১ অক্টোবর) ৪৬০ জনের দেহে করোনা শনাক্ত হয়। এদিন মারা যায় দুইজন।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।

 

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *