ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, আক্রান্ত ৩৪৪

ডেস্ক রিপোর্ট :

দিন দিন রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু বিপজ্জনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে দুজন মারা গেছে। এ নিয়ে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ৬৩ জন।

এদিকে, ৩৪৪ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১৫৬ জনে।

আজ বুধবার সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ২৭০ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৪ জন। বর্তমান রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে এক হাজার ৬০১ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি রয়েছে ৫৫৫ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৮ হাজার ৬৪৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১৬ হাজার ৪২৭ জন।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *