আনন্দ ইসলাম, নিউইয়র্ক:
পেশায় একজন আইনজীবি। নিজ কর্মদক্ষতায় এবার দায়িত্ব পালন করতে যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের ফেডারেল জজ আদালতে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাকে মনোনীত করেছে বিচারক হিসেবে। ফলে নতুন এক ইতিহাস তৈরি হচ্ছে নারী এই আইনজীবিকে কেন্দ্র করে। কারন তিনিই প্রথম মুসলিম নারী হিসেবে বিচারক হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। বলছিলাম বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নুসরাত জাহান চৌধুরীর কথা।
গতকাল ১৯ জানুয়ারি বুধবার বিভিন্ন বিচার বিভাগীয় মনোনীতদের তালিকা ঘোষণা করা হয়। সেই তালিকা মার্কিন সিনেটে অনুমোদিত হলে নুসরাত জাহান হচ্ছেন প্রথম মুসলিম নারী এবং দ্বিতীয় মুসলমান বিচারক এবং যুক্তরাস্ট্রের ফেডারেল জজ হিসেবে দায়িত্বপ্রাপ্ত প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক।
নুসরাত চৌধুরী বর্তমানে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ)-এর ইলিনয় অধ্যায়ের আইনি পরিচালক হিসেবে কাজ করছেন। এর আগে নিউইয়র্কে এসিএলইউর জাতিগত বিচার কর্মসূচির উপপরিচালকসহ বিভিন্ন পদে কাজ করেছেন। তিনি ফেডারেল সরকারের নো ফ্লাই লিস্ট এবং নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের শহরের মুসলিম সম্প্রদায়ের ওপর নজরদারির বিরুদ্ধে চ্যালেঞ্জ করে মামলাসহ অসংখ্য নাগরিক অধিকারের মামলায় জড়িত ছিলেন।
উল্লেখ্য ড. নুর আর চৌধুরী এবং নুসরাত নাফিসা এ চৌধুরী দম্পতির সন্তান নুসরাত জাহানের জন্মের আগেই তার বাবা যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। নুসরাতের জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রেই। আইনজীবি হিসেবে পেশাদারিত্ব পালন করলেও এবার যোগদান করছেন বিচারক হিসেবে।
এটিভি বাংলা/ আমান
Leave a Reply