বিনোদন ডেস্ক :
ফের একসঙ্গে রণবীর-আলিয়া। রোমান্টিক কমেডি ঘরানার একটি ছবিতে এরই মধ্যে চুক্তিপত্রে সই করে ফেলেছেন বলেও গুঞ্জন।
বাস্তবে ও পর্দায়ও সফল এই জুটি। ‘ব্রহ্মাস্ত্র’র আয়ের অঙ্ক অন্তত সেটিই বলছে। এবার সেই আলিয়া ভাট ও রণবীর কাপুরের রসায়নকে কাজে লাগিয়ে লাভের কড়ি গুনতে চাইছে বলিউড। শোনা যায়, তাদের নিয়ে আরও একটি ছবির পরিকল্পনা চলছে। রোমান্টিক কমেডি ঘরানার একটি ছবিতে ফের একসঙ্গে দেখা যাবে রণবীর-আলিয়াকে। এরই মধ্যে ছবির চুক্তিপত্রে সই করে ফেলেছেন বলেও গুঞ্জন। সপ্তাহখানেক আগেই তাদের ছবি মুক্তি পেয়েছে। এখনও বক্স অফিসে স্বপ্নের ওড়ান জারি রেখেছে ‘ব্রহ্মাস্ত্র’। নানা জায়গায় ছবির প্রচার চালাচ্ছে তারকা-জুটি।
এসবের মাঝেই আরও একটি ছবি? এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে রণবীর বলেন, ‘আমার আর আলিয়ার জীবনে এমনিই কমেডি চলছে। তার জন্য আমাদের একসঙ্গে ছবি করার দরকার নেই।’ আলিয়ার কথায়, “এই গুঞ্জন আমিও শুনেছি। কিন্তু আমাদের পরের ছবি হবে ‘ব্রহ্মাস্ত্র পার্ট ২’। সেটা ছাড়া অয়ন আমাদের অন্য কোনো ছবি করতে দেবে কি না জানি না।” ৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পায়। পুরাণ এবং ফ্যান্টাসিকে মিলিয়ে গল্প বুনেছেন অয়ন। সেই গল্পের কেন্দ্রে রয়েছে শিবা, যে অতিপ্রাকৃত শক্তির অধিকারী। তার প্রেমিকা ইশার ভূমিকায় অভিনয় করেছেন আলিয়া।
দর্শকমহলে ছবিটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া হলেও বক্স অফিসের অঙ্ক আশার আলো দেখাচ্ছে। রণবীর-আলিয়া ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, মৌনী রায় ও নাগার্জুনের মতো অভিনেতারা। রোববারের মধ্যে দেশজুড়ে ২১২ কোটির ব্যবসা করে ফেলবে ছবিটি। শাহরুখ খান, রণবীর সিং, দীপিকা পাডুকোনদের মতো তারকাদের উপস্থিতি এ ছবিকে ব্যবসার নিরিখে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে। সব মিলিয়ে এ ছবিকে সফল বলাই চলে।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply