দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৮১ জন। এ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৪৯৩ জনে।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে ৩০২ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ও ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছে ৭৯ জন। ঢাকার ৫০টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি আছে এক হাজার ১০৩ জন। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে ৩৯০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে সর্বমোট ১০ হাজার ৭৭৭ জন। একই সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে নয় হাজার ২৪০ জন। এ সময়ের মধ্যে ডেঙ্গুতে মারা গেছে ৪৪ জন।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply