স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র” স্মৃতির পাতায় বেলা বোস”-এর পরে এবার অঞ্জন দত্তের কালজয়ী গান ২৪৪১১৩৯ অবলম্বনে নির্মিত হলো মিউজিক ভিডিও “স্মৃতির পাতায় বেলা বোস -২”।
এটি যৌথভাবে নির্মাণ করেছেন আসাদুজ্জামান আজাদ এবং আহমেদ সাব্বির রোমিও।
গানটি লিখেছেন এবং কণ্ঠ দিয়েছেন গৌতম কুমার ঘোষ। মিউজিক করেছেন পাপ্পু। মূল সুর অঞ্জন দত্ত।
এই মিউজিক ভিডিওতে পরিচালক রোমিও ছাড়াও আরো যারা অভিনয় করেছেন অভিনয় করেছেন তারা হলেন চিত্রনায়ক আমান রেজা, নৃত্য ও অভিনয়শিল্পী প্রিয়াংকা ইসলাম নবাগত অভিনয় শিল্পী কাশমীর । ১৯ জানুয়ারি জনপ্রিয় সংগীত শিল্পী ভারতীয় চলচ্চিত্র পরিচালক অঞ্জন দত্তের জন্ম দিনে আজাদ মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে থেকে এই মিউজিক ভিডিওটি রিলিজ দেওয়া হবে।
Leave a Reply