চীনের পূর্বাঞ্চলে টাইফুন মুইফার আঘাত

আন্তর্জাতিক ডেস্ক : 

চীনের জনবহুল পূর্ব উপকূলে টাইফুন মুইফা আঘাত হেনেছে। এর প্রভাবে তীব্র ঝড়ো বাতাসের সঙ্গে বৃষ্টি হচ্ছে। ঝড়টি বুধবার পূর্ব চীনের ঝেজিয়াংকে বিপর্যস্ত করেছে। এটাকে স্থানীয় গণমাধ্যমগুলো এক দশকের মধ্যে জনবহুল ইয়াংজি নদীর ব-দ্বীপে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় বলে অভিহিত করেছে।

প্রাদেশিক আবহাওয়া পূর্বাভাসদাতাদের মতে, রাত সাড়ে ৮টার দিকে টাইফুন মুইফা কেন্দ্রের কাছে বাতাসের সর্বোচ্চ গতিবেগ সেকেন্ডে ছিল ৪২ মিটার। এটি প্রতি ঘণ্টায় ১৫১ কিলোমিটার (ঘণ্টায় ৯৪ মাইল) বেড়ে বয়ে যায়। এতে বাড়িঘর, গাছপালা ও বিদ্যুত লাইনের ক্ষতি হয়।

ঝেজিয়াং কর্তৃপক্ষ আগে থেকেই কয়েকটি এলাকায় আকস্মিক বন্যার জন্য একটি ‘রেড অ্যালার্ট’ জারি করে, যা চীনের চার স্তরের টাইফুন সতর্কতা ব্যবস্থার সর্বোচ্চ সতর্কতা স্তর।

স্থানীয় গণমাধ্যম অনুযায়ী, ঝড়ের আগে ঝেজিয়াংয়ের সাড়ে ১১ লাখেরও বেশি মানুষেকে স্থানান্তরিত করা হয়েছিল।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *