হেলথ ডেস্ক :
রাজধানীতে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু। গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৩৮৯ রোগী শনাক্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে অভিযানে রাজধানীর মিরপুরে নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আরও কয়েকটি ভবনে জমে থাকা পানি পাওয়ায় করা হয়েছে সতর্ক।
নির্মাণাধীন ভবন যেন এডিস মশার আখড়া। অভিযানে নামলেই মিলছে লার্ভা। রাজধানীর পশ্চিম মণিপুর এলাকায় সকালে এডিস মশা নিয়ন্ত্রণে অভিযান চালান ডিএনসিসির কর্মকর্তারা। এ সময় অভিযানের পাশাপাশি সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানান তারা। কর্মকর্তা বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সবার মাঝে জনসচেতনতা বাড়াতে হবে। নিজে সতর্ক হোন আবার অন্য কেউ সচেতন করুন। কোনো মতেই পানি জমতে দেয়া যাবে না।
এলাকারাবাসী জানান, এডিস মশার প্রকোপ ঠেকাতে নিজেদের বাসাবাড়ি নিয়মিতই পরিষ্কার রাখছেন তারা। তবে আরও বেশি সতর্ক হওয়া উচিত সবার।
ডেঙ্গু নিয়ন্ত্রণে এ অভিযান নিয়মিত চলবে বলে জানান ডিএনসিসি স্বাস্থ্য পরিদর্শক আবদুল খালেক মজুমদার।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৩৮৯ জন রোগী শনাক্ত হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৯ জনের।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply