আনুষ্ঠানিকভাবে রাজা হলেন চার্লস, নতুন যুগের শুরু

আন্তর্জাতিক ডেস্ক : 

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর দুদিন পর আজ শনিবার আনুষ্ঠানিকভাবে ঐতিহাসিক অ্যাকসেসন কাউন্সিল তৃতীয় চার্লসকে যুক্তরাজ্যের নতুন রাজা হিসেবে ঘোষণা করে। লন্ডনের সেন্ট জেমসেস প্যালেসে অনুষ্ঠানের মাধ্যমে প্রিন্স চার্লস ফিলিপ আর্থার জর্জকে দেশটির নতুন রাজা হিসেবে ঘোষণা করা হয়। খবর : বিবিসির

যুক্তরাজ্যের আপামর মানুষ শনিবার ভোরে বাকিংহাম প্যালেসের বাইরে চার্লসকে শ্রদ্ধা জানাতে ভিড় জমায়। শত শত রাজনীতিবিদ, বিশপ ও সিনিয়র বেসামরিক কর্মচারীদের সমন্বয়ে গঠিত একটি অ্যাকসেসন কাউন্সিল শনিবার ঐতিহ্যবাহী হেরাল্ডিক পোশাকে অনুষ্ঠানে চার্লসকে রাজা হিসেবে ঘোষণা করে। তারপর প্রাসাদের বাইরে ঐতিহাসিক রীতি অনুযায়ী চার্লসকে রাজা ঘোষণার কাগজটি পাঠ করা হয়। এ সময় ঘোষণাপত্রে স্বাক্ষর করেন রাজতন্ত্রের উত্তরাধিকারী উইলিয়াম। আর তা প্রত্যক্ষ করেন তার স্ত্রী ক্যামিলা এবং ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস।

চার্লসের ঘোষণাটি যুক্তরাজ্যের রাজধানী লন্ডনসহ স্কটল্যান্ডের এডিনবার্গ, উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্ট, ওয়েলসের কার্ডিফ এবং অন্যান্য শহরে জনসমক্ষে পাঠ করা হবে।

রাজা হিসেবে দায়িত্ব গ্রহণের পর চার্লস রানির অন্ত্যেষ্টিক্রিয়ার দিনকে জাতীয় ছুটি ঘোষণা করেন। তবে কবে রানির অন্ত্যেষ্টিক্রিয়া হবে, তা জানাননি তিনি।

মা রানি এলিজাবেথের মৃত্যুর পরপরই যুক্তরাজ্যের রাজতন্ত্রের উত্তরাধিকারী প্রিন্স চার্লস তার স্থলাভিষিক্ত হন বৃহস্পতিবার।

আজ ব্যক্তিগত ঘোষণায় রাজা চার্লস বলেন, ‘আমার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তার জন্য আমি আমার জীবনের বাকিটুকু উৎসর্গ করছি। আমি সর্বশক্তিমান ঈশ্বরের নির্দেশনা ও সাহায্য প্রার্থনা করছি।’

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *