বিনোদন ডেস্ক :
দীর্ঘ ১০ মাস পর শুটিংয়ে ফিরলেন দেশসেরা চিত্রনায়ক শাকিব খান। রোববার (৪ সেপ্টেম্বর) একটি বিজ্ঞাপনের শুটিংয়ে আবারও ক্যামেরার সামনে দাঁড়ান এ শীর্ষ নায়ক। গত বছরের নভেম্বরে ‘গলুই’ সিনেমার শুটিং করে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছিলেন। সেখানে ৯ মাস অবস্থান করার পর চলতি বছরের ১৭ আগস্ট দেশে ফেরেন তিনি।
শাকিব খান বলেন, নতুন লক্ষ্য নিয়ে আবারও শুরু করা। দীর্ঘদিন পর ফিরে এলাম চিরচেনা লাইট-ক্যামেরা, অ্যাকশন-কাটের দুনিয়ায়। বিজ্ঞাপনের পর সিনেমার শুটিং করব। একেবারে নতুনভাবে নিজেকে প্রস্তুত করছি। এতদিন এ পরিবেশটা মিস করছিলাম।
বিজ্ঞাপনে শাকিব খানের সহশিল্পী হিসেবে আছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। জানা গেছে, চলতি বছরেই বিজ্ঞাপনটি প্রচার হবে।
সবশেষ শাকিব খানের দুটি ছবি ‘গলুই’ ও ‘বিদ্রোহী’ মুক্তি পায়। এরমধ্যে সর্বোচ্চ হল পেয়ে রেকর্ড করে ‘বিদ্রোহী’। অন্যদিকে সরকারি অনুদানের সিনেমা ‘গলুই’ দর্শকরা পছন্দ করেন।
এদিকে শাকিব খান অভিনীত, ‘অন্তরাত্মা’ ও ‘লিডার আমিই বাংলাদেশ’সহ বেশকয়েকটি সিনেমার মুক্তির অপেক্ষায় আছে। এছাড়া কাজ শুরু করবেন তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের কয়েকটি সিনেমাতেও।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply