ক্রিকেটপাড়া কিংবা বলিউডের সবচেয়ে আলোচিত দম্পতি বিরাট কোহলি ও আনুশকা শর্মা মুম্বাইয়ের আলিবাগে একটি জমি কিনেছেন, যা একটি খামারবাড়ি।
বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে বলছে, মানি কন্ট্রোলের নথি অনুসরে আট একর এই জামির দাম ২০ কোটি রুপি। আর সামিরা ল্যান্ড অ্যাসেট প্রাইভেট লিমিটেডের কাছে এই জমি নিবন্ধিত হয়েছে ১ সেপ্টেম্বর।
আলিবাগের জিরাদ গ্রামে ৩৩৫০ বর্গমিটার জমির জন্য অর্থ দিয়েছেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা দুজনেই। জমির ক্রয় মূল্য ১৯.২৪ কোটি রুপি আর বাকি অর্থ স্ট্যাম্প খরচ। স্ট্যাম্প ডিউটি ১.১৫ কোটি রুপি।
আনুশকা শর্মা বর্তমানে ঝুলন গোস্বামীর বায়োপিক, ‘চাকদা এক্সপ্রেস’ সিনেমায় কাজ করছেন।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply