আকাশে লবণ ছিটিয়ে বৃষ্টি নামালো আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক :
তীব্র গরমের হাত থেকে রেহাই পেতে আকাশে লবণ ছিটিয়ে এক অভিনব পদ্ধতিতে বৃষ্টি নামিয়েছে সংযুক্ত আরব আমিরাত। কৃত্রিম এ পদ্ধতির নাম ক্লাউড সিডিং। রাসায়নিক পদার্থ ব্যবহার না করে বিকল্প পদ্ধতি অবলম্বন করায় এটিকে পরিবেশ বান্ধব বলে মন্তব্য করছে দেশটির কর্তৃপক্ষ।

আরব আমিরাতে খুব কম বৃষ্টিপাত হয়। এখানে বৃষ্টির ঘটনা খুবই বিরল। মরুভূমির দেশটির আকাশে প্রচুর মেঘ তৈরি হলেও তাপমাত্রার কারণে সেই মেঘ বৃষ্টি হয়ে ঝরার আগেই বাষ্প হয়ে উড়ে যায়। এ সমস্যা সমাধানে ক্লাউড সিডিং পদ্ধতি অবলম্বন করছে আমিরাত কর্তৃপক্ষ।

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, গত কয়েক বছর ধরেই প্রচণ্ড তাপমাত্রায় পানি সংকট বেড়েছে আরব আমিরাতে। সেই সংকট মোকাবিলায় এবার ক্লাউড সিডিং প্রক্রিয়া শুরু করেছে দেশটি।

মূলত মেঘের মধ্যে রাসায়নিক পদার্থ ছড়িয়ে কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটানো হয় এ প্রক্রিয়ায়। তবে রাসায়নিকের পরিবর্তে, লবণ ব্যবহার করছে আরব আমিরাত কর্তৃপক্ষ। এক্ষেত্রে বিমানে করে ফ্লেয়ারের মাধ্যমে মেঘের মধ্যে লবণ ছিটানো হয়েছে।

লবণে থাকা সোডিয়াম ও পটাশিয়াম ক্লোরাইড মেঘের সঙ্গে বিক্রিয়া করে পরিণত হয় বৃষ্টিতে। এ প্রক্রিয়ার ফলে আগের চেয়ে বৃষ্টি বেড়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ বিষয়ে কর্তৃপক্ষ বলেছে, মেঘে লবণ ছিটানোর মাধ্যমে আগের চেয়ে এখন প্রায় ৩০ শতাংশ পর্যন্ত বেশি বৃষ্টি হচ্ছে।
এ বিষয়ে ব্রিটেনের গবেষক হাওয়ার্ড গ্রাহাম বলেন, ক্লাউড সিডিং পদ্ধতিতে খাওয়ার লবণ ব্যবহার করা হয়। এটি বেশ নিরাপদ এবং পরিবেশের জন্য ক্ষতিকর নয়। শিগগিরই পুরো আরব আমিরাতেই লবণের মাধ্যমে কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটানোর প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *