স্পোর্টস ডেস্ক :
অনেকদিন ধরেই ফর্মে নেই বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী আগেই আশাবাদ ব্যক্ত করেছিলেন, কোহলি এশিয়া কাপ দিয়েই ফর্মে ফিরবেন। ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রীও বলেছিলেন, পাকিস্তানের বিপক্ষে কোহলি হাফসেঞ্চুরি পেলেই সব সমালোচকদের মুখ বন্ধ হয়ে যাবে।
এজন্য এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে অনেকেরই নজর ছিল বিরাট কোহলির দিকে। কিন্তু তার ব্যাটিং দেখে একেবারেই মনে হয়নি, আত্মবিশ্বাসী হয়ে শট খেলছেন বিরাট। হাই ভোল্টেজ ম্যাচে ৩৪ বল খেলে মাত্র ৩৫ রান করে আউট হয়ে যান সাবেক ভারতীয় অধিনায়ক।
তার শট বাছাই নিয়েও প্রশ্ন তুলেছেন একাধিক সাবেক ক্রিকেটার। এবার কোহলির ব্যাটিং ব্যর্থতা নিয়ে সরব হলেন সাবেক পাকিস্তানি অধিনায়ক ইনজামাম উল হক।
তার মতে, ৩৪টা ডেলিভারি খেলার পরেও বিরাটকে একেবারেই আত্মবিশ্বাসী মনে হচ্ছিল না। তিনি বলেছেন, ‘আমার মনে হয় পাকিস্তানের ম্যাচে বিরাটের উপরে খুবই চাপ ছিল। সাধারণত ব্যাটার সেট হয়ে গেলে তাকে আউট করা বেশ কঠিন হয়। কিন্তু সেট হয়ে গেলেও একেবারেই আত্মবিশ্বাসী লাগছিল না বিরাটকে। সেটা দেখে খুবই অবাক লাগল আমার।’
তবে ইনজামাম একাই নন, বিরাটের ব্যাটিংয়ের সমালোচনা করেছেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কারও। তিনি বলেছেন, ‘পাকিস্তানে ম্যাচে ভাগ্য বিরাটের সহায় ছিল। বেশ কয়েকটা ক্যাচ পড়েছে, অল্পের জন্য বল স্টাম্প মিস করেছে। সেই সুযোগ কাজে লাগিয়ে সেটও হয়ে গিয়েছিল বিরাট। কিন্তু তারপরেও একেবারে জঘন্য শট খেলে আউট হয়েছে বিরাট। ইনিংসের ওই সময় ওরকম শট খেলার কোনো দরকারই ছিল না।’
তবে ভারতের মিডল অর্ডারের ব্যাটিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন ইনজামাম। তিনি বলেছেন, ‘ভারতের মিডল এবং লোয়ার অর্ডারের ব্যাটিং খুবই শক্তিশালী। এশিয়া কাপের বাকি দলগুলোর থেকে এই কারণেই অনেকটা এগিয়ে রয়েছে ভারত। তবে ঋষভ পন্থের বদলে দীনেশ কার্তিককে নামানোটা ভারতের ভুল সিদ্ধান্ত ছিল। হার্দিক, জাদেজা, পন্থ-এই তিনজন বিধ্বংসী ব্যাটিং করে ম্যাচ জিতিয়ে দিতে পারে।’
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply