পরমাণু বিদ্যুৎকেন্দ্রে যাচ্ছে আইএইএ বিশেষজ্ঞ দল, স্বাগত জানাল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : 

ইউক্রেনের বেহাত হয়ে যাওয়া জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে যাচ্ছেন আন্তর্জাতিক পরমাণু জ্বালানি এজেন্সির (আইএইএ) বিশেষজ্ঞ দল। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে রাশিয়া। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানায়।

আইএইএ প্রধান রাফায়েল মারিয়ানো গ্রসি আজ সোমবার টুইটে জানিয়েছেন, এ সপ্তাহের শেষ নাগাদ বিশেষজ্ঞেরা ইউরোপের বৃহত্তম পরমাণুভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে ঢুকবেন।

রাফায়েল গ্রসি নিজেই এ দলের নেতৃত্ব দিতে যাচ্ছেন বলেও জানিয়েছেন। তবে দলটিতে কারা কারা থাকবেন তা প্রকাশ করা হয়নি। গ্রসি বলছেন, আইএইএ সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা এতে থাকবেন কিন্তু তারা নিজ দেশ নয়, আন্তর্জাতিক সংস্থাকে প্রতিনিধিত্ব করবেন।

ঝুঁকিপূর্ণ বিদ্যুৎকেন্দ্রটি ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর দুই সপ্তাহ পরই রাশিয়ার দখলে চলে যায়। সর্বশেষ গতকাল রোববার রাতেও বিদ্যুৎকেন্দ্রটির পারমাণবিক রিয়্যাক্টরের একেবারে একশ মিটার দূরত্বের একটি ভবনে গোলাবর্ষণ হয়। রাশিয়া ইউক্রেন উভয় একে অপরকে এ হামলার জন্য দোষী সাব্যস্ত করছে।

অন্যদিকে আইএইএ’র বিশেষজ্ঞ দলের পরিদর্শন সফরকে স্বাগত জানিয়েছে রাশিয়ার সরকার। আইএইএতে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানোভ এটি নিশ্চিত করেছেন।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন চালু করে রাশিয়া। এর দুই সপ্তাহের মধ্যেই মার্চের শুরুতে জাপোরিজ্জিয়া পরমাণুভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি রাশিয়ার দখলে চলে যায়। যুদ্ধ শুরুর আগে ইউরোপের সবচেয়ে বড় এই পরমাণুভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের মোট চাহিদার ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদন হতো। বর্তমানে ইউক্রেনীয় কর্মীদের দ্বারা কোনোমতে এটির উৎপাদন চালু থাকলেও নিয়ন্ত্রণ রয়েছে রুশ সামরিক বাহিনীর হাতে। বিদ্যুৎকেন্দ্র থেকে সেনা প্রত্যাহারের আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করেছে রাশিয়া।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *