বিনোদন ডেস্ক :
গেল মে মাসে কলকাতায় কনসার্টে গাইতে এসে আকস্মিক মৃত্যু হয় কেকের। জনপ্রিয় এ গায়কের চলে যাওয়ার পর গত ২৩ আগস্ট ছিল তাঁর ৫৪তম জন্মদিন। এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাবা কেকের স্মৃতিতে আয়োজিত ওই অনুষ্ঠানে হাজির ছিলেন মেয়ে তামারা কৃষ্ণা। খবর টিভিনাইনের।
কেকের মেয়ে স্টেজকে সম্মান জানিয়ে বাবার প্রিয় জায়গাটাতেই উঠে দাঁড়ালেন। পাশে দাঁড়িয়ে শান। হাতে তুলে নিলেন মাইক্রোফোন, ধরলেন গানও। তারই কয়েকটি ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। গর্বের সঙ্গে লিখলেন, আজ যদি বাবা থাকতেন।
উল্লেখ্য, গত ৩১ মে কলকাতার নজরুল মঞ্চে এক অনুষ্ঠানে গান গাওয়ার পর মৃত্যু হয় বলিউডের গায়ক কেকের। মাত্র ৫৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এই জনপ্রিয় গায়কের। স্টেজই ছিল তাঁর পরিচয়, হাজার হাজার মানুষকে পলকে তিনি গানের ছন্দে ভাসাতে পারতেন, সেই কেকে-র শেষটারও সাক্ষী থেকেছেন শ্রোতারাই।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply