পাওয়ার হিটিংয়ে এরই মধ্যে নাম করে ফেলেছেন পাকিস্তানি তারকা আসিফ আলী। গেল বিশ্বকাপেও তাঁর চমক দেখেছে ক্রিকেট বিশ্ব। আসন্ন এশিয়া কাপেও যে বোলারদের মাথা ব্যথার কারণ হতে পারেন আসিফ সেটা আর বলার অপেক্ষা রাখে না। আসিফ নিজেও সেভাবেই প্রস্তুত হচ্ছে। এশিয়া কাপের প্রস্তুতি নিতে প্রতিদিন ১০০ থেকে ১৫০টি ছক্কা হাঁকাচ্ছেন এই পাকিস্তান তারকা।
পিসিবিকে দেওয়া এক সাক্ষাৎকারে আসিফ নিজেই জানালেন নিজের প্রস্তুতি নিয়ে। নিজের ব্যাটিং নিয়ে তিনি বলেছেন, ‘দেখুন যে পজিশনে আমাকে ব্যাট করতে হয় সেখানে সাধারণত ওভারে গড়ে ১০ রান করে নেওয়া দরকার। তাই বিগ হিটিং ব্যাটিংয়ের দরকার হয়। এর জন্য অনেক অনুশীলন করতে হয়। আমি সাধারণত প্রতিদিন ১০০–১৫০টি ছক্কা মারার অনুশীলন করি যেন ম্যাচে ৪–৫টি মারতে পারি।’
আসিফ আরও জানালেন, ম্যাচে তিনি একই শট বারবার খেলার মতো ভুল করেন না কখনো। তাঁর ভাষা, ‘এটা ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করে। টি–টোয়েন্টিতে যখন ব্যাটিংয়ে নামি তখন তো এমনিতেই চাপ থাকে। লাইন–লেংথ বুঝে বল মারার চেস্টা করি। একই শট বারবার খেলার কথা কখনো ভাবি না।’
২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। এশিয়া কাপ শুরুর দ্বিতীয় দিনই মিশন শুরু করবে পাকিস্তান। নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে বাবর আজমের দল।
টি–টোয়েন্টি সংস্করণের অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ। এশিয়া কাপে ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান ও শ্রীলঙ্কা। অন্যদিকে ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গী হবে বাছাইপর্ব পেরোনো একটি দল।
দুই ভেন্যুতে পুরো টুর্নামেন্টে মোট ১৩টি ম্যাচ হবে। প্রথম পর্ব শেষে প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপরা উঠবে সুপার ফোরে। ৩ সেপ্টেম্বর শুরু সুপার ফোরের চারটি দল লিগপদ্ধতিতে খেলবে। সুপার ফোরের শীর্ষ দুটি দল ১১ সেপ্টেম্বর ফাইনালে মুখোমুখি হবে। সব ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply