কৃষক বিক্ষোভের মুখে ২০২১ সালে পিছু হটে কৃষি বিল প্রত্যাহার করে ভারতের কেন্দ্রীয় সরকার। এরপর আলোচনা সাপেক্ষে কৃষক আন্দোলন তুলে নেন কৃষকেরা। তবে তাদের দাবি, এরপর প্রায় একবছর পার হলেও সরকারের দেওয়া কোনো প্রতিশ্রুতি রক্ষিত হয়নি। ফলে আজ সোমবার দিল্লির যন্তরমন্তরে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় সংযুক্ত কৃষাণ মোর্চার নেতৃত্বাধীন ভারতের প্রায় ৪২টি কৃষক সংগঠন
ফসলের ন্যায্যমূল্য এখনও নিশ্চিত করেনি কেন্দ্রীয় সরকার, লখিমপুর খেরি কাণ্ডে প্রধান অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী অজয় কুমার মিশ্রকেও অপসারণ করা হয়নি, কৃষক আন্দোলনে যেসব কৃষকরা মারা গেছেন, তাদেরও শহীদ সম্মান দেওয়া হয়নি। এসব কারণেই ফের রাজপথে নেমেছেন কৃষকেরা।
এ ছাড়া বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার, বিদ্যুতের বিল মওকুফসহ একাধিক দাবি থাকলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়নি।
গত বছরের নভেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহার করে নিলেও আইন করে বিভিন্ন ফসলের এমএসপি নির্ধারণের পথে এগোয়নি সরকার। কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং টোমারের দাবি, সরকার এমন কোনো প্রতিশ্রুতি দেয়নি। তবে কৃষকেরা বলছেন, তাঁদের সঙ্গে বৈঠকে সরকার ওই দাবি বিবেচনা করার প্রতিশ্রুতি দিয়েছিল।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply