বরিশালে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল-সমাবেশ

ডেস্ক রিপোর্ট : 
২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি-জামায়াত সরকারের আমলে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে আওয়ামী লীগ। কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল মহানগর ও জেলা আওয়ামী লীগের উদ্যোগে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী আজ বুধবার সকাল সাড়ে ১১টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীর এবং জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসের নেতৃত্বে মিছিলটি সদর রোড, লাইন রোড, চকবাজার রোড এবং ফজলুল হক এভিনিউ প্রদক্ষিণ করে ফের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীর এবং জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

, ,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *