বিনোদন ডেস্ক :
বলিউড সুপারস্টার শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমায় খলনায়ক হচ্ছেন তামিল সুপারস্টার বিজয় সেতুপতি। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও এই গুঞ্জন এখন প্রায় শতভাগ নিশ্চিত।
বিজয় সেতুপতিকে নিয়ে আরও গুঞ্জন আছে, আলোচিত সুকুমার পরিচালিত আল্লু অর্জুনের ‘পুষ্প : দ্য রাইজ’ সিনেমার দ্বিতীয় সংস্করণ ‘পুষ্প : দ্য রুল’ সিনেমাতেও ভিলেন হচ্ছেন এই তারকা।
তবে এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বিজয় সেতুপতির গণমাধ্যম মুখপাত্র যুবরাজ। এক টুইট বার্তায় তিনি জানিয়েছেন, “শাহরুখ খান স্যারের আসন্ন ‘জওয়ান’ সিনেমা ছাড়া আর কোনও দক্ষিণি সিনেমায় বিজয় সেতুপতি স্যার নেগেটিভ চরিত্রে অভিনয় করছেন না।”
তামিলের খ্যাতিমান পরিচালক অ্যাটলি কুমারের পরিচালনায় হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালাম ও কন্নড় ভাষায় ‘জওয়ান’ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০২৩ সালের ২ জুন। শাহরুখের রেড চিলিস এন্টারটেইনমেন্ট প্রযোজিত অ্যাটলির সিনেমাটি হবে অ্যাকশন-প্যাকড এন্টারটেইনার।
গণমাধ্যমের খবর, দক্ষিণি সিনেমার ‘লেডি সুপারস্টার’খ্যাত অভিনেত্রী নয়নতারা এই সিনেমায় শাখরুখের বিপরীতে অভিনয় করছেন। সিনেমায় দ্বৈত ভূমিকায় অভিনয় করবেন শাহরুখ। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সানিয়া মালহোত্রা ও সুনীল গ্রোভার। মোট ১৮০ দিনের শুটের পরিকল্পনা আছে সিনেমা সংশ্লিষ্টদের। সিনেমাটির সংগীত পরিচালনা করবেন এ আর রহমান।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply