বড় দুঃসময় যাচ্ছে হিন্দি সিনেমার!

বিনোদন ডেস্ক : 
দীর্ঘ চার বছর পর প্রেক্ষাগৃহে ফিরে হতাশ করেছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’ বলিউড সুপারস্টার আমির খান। ১১ আগস্ট মুক্তি পাওয়া তাঁর বহুলপ্রতীক্ষিত ‘লাল সিং চাড্ডা’ সিনেমা দেখে হতাশ দর্শক।

একই দিন, অর্থাৎ ১১ আগস্ট মুক্তি পায় ‘বলিউড খিলাড়ি’ অক্ষয় কুমার অভিনীত সিনেমা ‘রক্ষা বন্ধন’। এ সিনেমাও আশানুরূপ প্রভাব ফেলতে পারেনি বক্স অফিসে। অন্তর্জালে নেটিজেনরা বলিউডকে ‘রিমেকউড’ বলে কটাক্ষ করছেন।

বলিউডভিত্তিক প্রভাবশালী পোর্টাল বলিউড হাঙ্গামার খবর, মুক্তির প্রথম দিন বক্স অফিসে ‘লাল সিং চাড্ডা’ ও ‘রক্ষা বন্ধন’ যৌথভাবে ২০ কোটি রুপিও সংগ্রহ করতে পারেনি। প্রথম দিনের পারফরম্যান্স হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে বড়সড় ঝাঁকুনি দিয়েছে। হিন্দি সিনেমার জন্য বড় দুঃসময় যাচ্ছে বলা যায়।

১০-১২ জন দর্শক হওয়ায় শুক্রবার আমিরের সিনেমার ১৩০০ শো বাতিল করা হয়েছে। একই কারণে বাতিল হয়েছে ‘রক্ষা বন্ধন’ সিনেমার এক হাজার শো।

বলিউড হাঙ্গামার প্রতিবেদন, বাণিজ্য পূর্বাভাস অনুযায়ী মুক্তির দ্বিতীয় দিন ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে সংগ্রহ করেছে ৭.৭৫-৮.২৫ কোটি রুপি, যা খুবই কম সংগ্রহ। আমিরের নামের সঙ্গে এ সংখ্যা বড্ড বেমানান। পোর্টালটির মতে, আমিরের এ সিনেমা নিশ্চিত ফ্লপের দিকে যাচ্ছে।

অন্যদিকে, মুক্তির দ্বিতীয় দিনে ২৫ শতাংশ সংগ্রহ কমেছে অক্ষয় কুমারের সিনেমার। শুক্রবার এ সিনেমার সংগ্রহ ছয় কোটি রুপির মতো।

অদ্বৈত চন্দন পরিচালিত ‘লাল সিং চাড্ডা’য় কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন আমির খান ও কারিনা কাপুর। কারিনা কাপুর খান এ সিনেমায় মনপ্রীত কৌর চাড্ডার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। এ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয়েছে দক্ষিণি তারকা নাগা চৈতন্যের। বালারাজুর ভূমিকায় দেখা গেছে তাঁকে। লালের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন মোনা সিং।

অস্কারজয়ী সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি সংস্করণ ‘লাল সিং চাড্ডা’। এ সিনেমা মূলত এক ব্যক্তির চোখ দিয়ে একটি দেশের সমাজ-রাষ্ট্রব্যবস্থাকে দেখার কাহিনি। পুরোদস্তুর আমেরিকার সেই গল্পকে ভারতীয় প্রেক্ষাপটে তুলে ধরেছেন পরিচালক অদ্বৈত চন্দন।

আনন্দ এল রাই পরিচালিত পণপ্রথাকে কেন্দ্র করে নির্মিত ‘রক্ষা বন্ধন’ সিনেমায় অক্ষয় ছাড়াও অভিনয় করেছেন ভূমি পেড়নেকার, শাহেজমেন কৌর, দীপিকা খান্নাসহ অনেকে।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *