1. [email protected] : @nexttech :
  2. [email protected] : SM Solaiman : SM Solaiman
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন

বিগ ব্যাশের ড্রাফটে নেই কোনো পাকিস্তানি, বাংলাদেশের তিন ক্রিকেটার

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ৯৭ Time View

স্পোর্টস ডেস্ক : 
সাম্প্রতিক টেস্টে অস্ট্রেলিয়ার ওপর আধিপত্য বিস্তারকরা দুই শ্রীলঙ্কান তারকা আসন্ন মৌসুমে বিগ ব্যাশ লিগের (বিবিএল) ড্রাফটে নাম লিখিয়েছেন। প্রবাথ জয়সুরিয়া ও দিনেশ চান্দিমাল হলেন এই দুই তারকা। মহেশ থেকশানা ও ভানুকা রাজাপাকসে এই তালকায় আছেন। ইংল্যান্ডের ওভারটন, জেমি ও ক্রেগের  নামও এগিয়ে রয়েছে। এই খেলোয়াড়দের কেউই আগে বিবিএলে খেলেননি।

ড্রাফটের নাম লেখোনো ১৬৯ জন খেলোয়াড়ের মধ্যে কোনো পাকিস্তানি নেই। পিসিবি পাকিস্তানি খেলোয়াড়দের অনাপত্তি পত্র (এনওসি) দিতে অস্বীকার করছে। চুক্তিবদ্ধ বা চুক্তিবদ্ধ নয়—এমন খেলোয়াড়রা আসন্ন বিবিএলে খেলতে চান।

আফগানিস্তানের পরিচিত নাম রয়েছে। মোহাম্মদ নবী (মেলবোর্ন রেনেগেডস), মুজিব উর রহমান (ব্রিসবেন হিট) এবং জহির খান (মেলবোর্ন রেনেগেডস) তালিকায় রয়েছেন।

সন্দীপ লামিছনে, টম ল্যামনবি এবং উনমুক্ত চাঁদ সবাই ড্রাফটে যোগ দিয়েছেন। দক্ষিণ আফ্রিকার লেগস্পিনার ইমরান তাহির ব্যক্তিগত কারণে মেলবোর্ন রেনেগেডস থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন।

ইংলিশ ক্রিকেটার জো ডেনলি এবং ড্যান লরেন্স এবং ওয়েস্ট ইন্ডিজের ফিদেল এডওয়ার্ডসও রয়েছেন। সব মিলিয়ে ১৩টি দেশের খেলোয়াড়দের ড্রাফটে যুক্ত করা হয়েছে।

বিগ ব্যাশ লিগের ড্রাফটে যাঁরা আছেন :

আফগানিস্তান

নুর আহমদ, কায়েস আহমদ, ইজাজ আহমদজাই, শরফুদ্দিন আশরাফ, ফজলহক ফারুকী, শফিকুল্লাহ গাফারি, রহমানুল্লাহ গুরবাজ, হামিদ হাসান, ওয়াকারুল্লাহ ইসহাক, রশিদ খান, জহির খান, মোহাম্মদ নবী, ইজহারুল হক নাভিদ, আজমাতুল্লাহ ওমরজাই, হামিদ হাসান, ওয়াকারুল্লাহ ইসহাক। মোহাম্মদ শাহজাদ, নবীন উল হক মুরিদ, মুজিব উর রহমান ও হযরতুল্লাহ জাজাই।

বাংলাদেশ

আল-আমিন হোসেন, শফিউল ইসলাম ও রিপন মন্ডল।

ইংল্যান্ড

রেহান আহমেদ, কাশিফ আলী, টম অ্যালসোপ, মার্টিন অ্যান্ডারসন, গাস অ্যাটকিনসন, জশ বেকার, সনি বেকার, জ্যাক বল, জ্যাকব বেথেল, জেমস ব্রেসি, ড্যানি ব্রিগস, হেনরি ব্রুকস, প্যাট্রিক ব্রাউন, ব্রাইডন কার্স, ম্যাথিউ কার্টার, জর্ডান ক্লার্ক, জো ক্লার্ক, জোশ কব, ইয়ান ককবেইন, জর্ডান কক্স, ম্যাসন ক্রেন, ম্যাট ক্রিচলে, স্টিভেন ক্রফট, লিয়াম ডসন, অ্যালেক্স ডেভিস, জো ডেনলি, ব্রেট ডি’অলিভেরা, জ্যাকবাস লিউস ডু প্লোয়, স্টিফেন এস্কিনাজি, লরি ইভান্স, ম্যাট ফিশার, জেমস ফুলার, জর্জ গার্টন, রিচার্ড গ্লিসন, লুইস গ্রেগরি, স্যাম হেইন, অ্যালেক্স হেলস, মাইলস হ্যামন্ড, টম হার্টলি, জ্যাক হেইন্স, ফ্রেডি হেলড্রেইচ, টম হেলম, রায়ান হিগিন্স, ম্যাক্স হোল্ডেন, অ্যাডাম হোস, বেনি হাওয়েল, টম কোহলার -ক্যাডমোর, ড্যানি ল্যাম্ব, টম ল্যামনবি, ড্যান লরেন্স, জ্যাক লিনিং, জ্যাক লিন্টট, লিয়াম লিভিংস্টোন, লুইস ম্যাকম্যানস, বেন মাইক, টাইমাল মিলস, ড্যানিয়েল মসলি, স্টিভেন মুলানি, ক্রেগ ওভারটন, জেমি ওভারটন, ক্যালাম পার্কিনসন, ম্যাট পার্কিনসন ডেভিড পেইন, মাইকেল পেপার, অলি পোপ, ম্যাথিউ পটস, বেন রেইন, অ্যাডাম রসিংটন, জর্জ স্ক্রিমশ, জন সিম্পস প্রেম সিসোদিয়া, নাথান সোটার, মিচেল স্ট্যানলি, ক্যামেরন স্টিল, অলী স্টোন, ক্যালাম টেলর, জ্যাক টেলর, টমি টেলর, রিস টপলে, লিয়াম ট্রেভাস্কিস, জেমস ভিন্স, পল ওয়াল্টার, জো ওয়েদারলি, রস হোয়াইটলি, ক্রিস উড, লুক উড, সাইফ জাইব।

আয়ারল্যান্ড

মার্ক অ্যাডায়ার, অ্যান্ডি বালবির্নি, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জোশ লিটল, পল স্টার্লিং, হ্যারি টেক্টর।

নামিবিয়া

ডেভিড উইজ

নেপাল

সন্দীপ লামিছনে

নেদারল্যান্ডস

কলিন অ্যাকারম্যান, ব্র্যান্ডন গ্লোভার, ফ্রেড ক্লাসেন, রোয়েলফ ভ্যান ডের মেরওয়ে, পাল ভ্যান মিকেরেন।

নিউজিল্যান্ড

টড অ্যাস্টল ও কলিন মুনরো।

স্কটল্যান্ড

মাইকেল জোন্স ও মার্ক ওয়াট।

দক্ষিণ আফ্রিকা

ক্রিস বেঞ্জামিন, শেন ড্যাডসওয়েল, মার্চেন্ট ডি ল্যাঞ্জ, ফাফ ডু প্লেসিস, পিটার মালান, মিগেল প্রিটোরিয়াস, রিলি রোসোউ, ইমরান তাহির ও ডেন ভিলাস।

শ্রীলঙ্কা

দীনেশ চান্দিমাল, প্রবাথ জয়সুরিয়া, ভানুকা রাজাপাকসে, লক্ষন সান্দাকান, মহেশ থেকশানা।

সংযুক্ত আরব আমিরাত

বৃত্তি অরবিন্দ

যুক্তরাষ্ট্র

হরমিত সিং বাধন, উনমুক্ত চাঁদ ও আলী খান।

ওয়েস্ট ইন্ডিজ

ডোয়াইন ব্রাভো, জনসন চার্লস, শেলডন কটরেল, মার্ক ডেয়াল, ফিদেল এডওয়ার্ডস, চন্দ্রপল হেমরাজ, চেমার হোল্ডার, আকেল হোসেইন, এভিন লুইস, অ্যান্ডারসন ফিলিপ, কাইরন পোলার্ড, খারি পিয়েরে, রবি রামপল, শেরফেন রাদারফোর্ড, জেডেন সিলস, কেভিন সিনক্লিয়ার, কেভিন ওয়েব , কেসরিক উইলিয়ামস, নাইম ইয়াং।

জিম্বাবুয়ে

এডি বায়রম, তাওয়ান্দা মুয়েয়ে, আশীর্বাদ মুজারাবানি ও সিকান্দার রাজা।

এটিভি বাংলা / হৃদয়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2022
কারিগরি সহায়তা: Next Tech