বিনোদন ডেস্ক :
গ্লোবাল মিডিয়া প্রতিযোগিতায় প্রথম পুরস্কার জিতেছেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী তাওরেম সানানু।
তামাকের ব্যবহার বন্ধের উদ্দেশ্যে একটি বৈশ্বিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম হওয়া এ সানানু বাংলাদেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যবিদ্যা বিভাগের ছাত্রী।
এটি একটি ডিজাইন প্রতিযোগিতা। এটির আয়োজক গ্ল্যোবাল সেন্টার ফর গুড গভর্ন্যান্স ইন টোব্যাকো কনট্রোল (জিজিটিসি)। এতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তামাক নিয়ন্ত্রণ বিষয়ক ফ্রেমওয়ার্কেরও সংশ্লিষ্টরা রয়েছে। এই বছর, তাওরেম সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স বিভাগের অধীনে প্রথম পুরস্কার জিতেছেন। যেটির শিরোনাম ছিল ‘তামাক নিজে পচে যায় না’। ২০২২ সালের গ্লোবাল মিডিয়া প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করেছে জিজিটিসি কর্তৃপক্ষ। প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের শিল্পকর্ম সহ সব কাজ মাল্টিমিডিয়া হাব এ প্রদর্শিত হয়েছে।
বিচারকদের একটি প্যানেল বিশ্বব্যাপী জনস্বাস্থ্য এবং পরিবেশের যোগাযোগ বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত, ৪০টিরও বেশি দেশের ৮০০ জন প্রতিযোগির মধ্যে থেকে বিজয়ীদের নির্বাচিত করেছে। জনসাধারণকে তাদের পছন্দের বাছাই করা কাজগুলোকে অনলাইনে ভোট দেয়ার সুযোগও দেয়া হয়েছিল।
তাওরেম গত বছরের গ্লোবাল মিডিয়া প্রতিযোগিতায় ইনফোগ্রাফিক্স বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছিল।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply