ডেস্ক রিপোর্ট :
সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৮০ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সেই সঙ্গে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।
রোববার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৮০ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫৭ জন ও ঢাকার বাইরে ২৩ জন।
এনিয়ে চলতি বছর দেশে মোট ১০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন এবং মোট ২ হাজার ৬৬০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হলেন।
রোগীদের মধ্যে ৩২৮ জন এখনও চিকিৎসাধীন। তাদের মধ্যে ৭৩ জন ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন।
এখন পর্যন্ত মোট ২ হাজার ৩২২ জন রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।
২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১-এ সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply