বিনোদন ডেস্ক :
আকাশে উড়ে বেড়ানোর স্বপ্ন কে দেখেনি! পাখি, উড়োজাহাজ দেখে কমবেশি সবাই জীবনের কোনো না কোনো সময় পাখির মতো ডানা না থাকার আক্ষেপ করেছে। আর ছোটবেলার এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি প্রশাসন।
প্রতি বছরের মতো এবারও নিউ জার্সিতে আয়োজন করা হয়েছে লটারি উৎসব। ৩৯তম এ উৎসবের মূল আকর্ষণ হট এয়ার বেলুন। এ উপলক্ষে শহরের রিডিংটন মাঠে ইতোমধ্যে প্রস্তুত রং-বেরঙের নানা বেলুন।
সপ্তাহব্যাপী এই উৎসবে হট এয়ার বেলুনে চড়ে আকাশে উড়তে জড়ো হয়েছেন ছোট-বড় অসংখ্য মানুষ। এ পর্যন্ত বিশালাকৃতির ৪৫টি বেলুন আকাশে ওড়ানোর জন্য প্রস্তুত করা হয়েছে। আর প্রায় ২ লাখ মানুষ এই উৎসবে যোগ দেবেন বলে আশা করছে আয়োজক কমিটি। মূলত সবাইকে ছোটবেলার কথা মনে করিয়ে দিতেই এই আয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
নিউ জার্সি ডিভিশন অব ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম জানিয়েছে, এটি উত্তর আমেরিকার গ্রীষ্মকালে অনুষ্ঠিত সবচেয়ে বড় হট এয়ার বেলুন এবং সংগীত উৎসব। দিনের বিভিন্ন সময়ে ২৫০ থেকে ৩১৫ ডলারের বিনিময়ে হট এয়ার বেলুনে চড়ে যে কেউ আকাশে উড়ে বেড়াতে পারবেন।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply